Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সারা আলি খানের এই বিকিনির দাম জানেন কত? জানলে চোখ কপালে উঠবে

Updated :  Wednesday, January 20, 2021 8:18 PM

সম্প্রতি অভিনেত্রী সারা আলি খান (Sara Ali khan) ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মলদ্বীপ।  সেখান থেকেই সারা তাঁর অনেকগুলি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  ছবিগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে অদ্ভুত গুজব।  ছবিতে সারা যে বিকিনিটি পরেছেন, তার দাম নাকি তিপ্পান্ন হাজার টাকা। কে বা কারা দায়িত্ব নিয়ে এই গুজব রটিয়েছেন তা জানা যায়নি। তবে এটি নিশ্চিত, তাঁরা নিশ্চয় সেইসময় গাঁজা খেয়েছিলেন। সারা সেলিব্রিটি হতে পারেন। কিন্তু তিনিও মানুষ। সারার বিকিনির দাম তিপ্পান্ন হাজার টাকা নয়।  সারার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিকিনিটি দুবাই থেকে কেনা।  দুবাই বলিউড তারকাদের পছন্দের শপিং ডেস্টিনেশন।  দুবাইয়ের একটি মল থেকে সারা বিকিনিটি কিনেছিলেন।  উজ্জ্বল, ফ্লোরাল বিকিনিটি পরে সারা নিত্যনতুন ছবি শেয়ার করছেন ইন্সটাগ্রামে।  এর মধ্যে একটি ছবিতে সারা ক্যাপশন দিয়ে লিখেছেন, রোদের আমেজ তাঁকে স্পর্শ করছে, সমুদ্রের বালি মেখেছে তাঁর পা।

25 শে ডিসেম্বর ওটিটি প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইমে   রিলিজ হয়েছে ডেভিড ধাওয়ান (David Dhawan)পরিচালিত ‘কুলি নং 1’-এর রিমেক।  এই  ফিল্মে নায়ক-নায়িকা বরুণ ধাওয়ান (varun dhawan) ও সারা আলি খানের অন্তরঙ্গ চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। দৃশ্যটিতে দেখা যাচ্ছে, নীল জলের তলায় শর্টস পরিহিত বরুণ ও বিকিনি পরিহিতা সারা দুজন দুজনকে লিপলক কিস করছেন।  এই দৃশ্যটি সম্পর্কে সারার পিতা সইফ আলি খান-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি শুধুমাত্র অভিনয়, বাস্তব নয়। তিনি এই দৃশ্যে  সারার আড়ষ্টতাহীন অভিনয়ের প্রশংসা করে সারাকে অভিনন্দন জানিয়েছেন।

1995 সালে নির্মিত ‘কুলি নং 1’ ফিল্মটির জনপ্রিয়তা এত বছর পরেও এতটুকু টাল খায়নি।  এখনও ‘কুলি নং 1’-এর  ‘ ম্যায় তো রাস্তে সে যা রহা থা’ গানটি তুমুল জনপ্রিয়। এই ফিল্মের পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।   সম্প্রতি ডেভিড ধাওয়ান ফিল্মটির রিমেক করেছেন।  নতুন  ‘কুলি নং 1’-এ বরুণ ও সারার জুটি অতিক্রম করতে পারেনি পুরোনো ‘কুলি নং 1’-এর গোবিন্দা (Govinda)-করিশমা (karishma) জুটির অনস্ক্রিন খুনসুটিভরা রসায়ন। তবে ডেভিড ধাওয়ান জানিয়েছেন, তিনি রিমেক ‘কুলি নং 1’-এর চিত্রনাট্যে আধুনিক উপাদান রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন।  এই কারণে তিনি বরুণ ও সারার লিপলক কিসের দৃশ্যটি রেখেছেন। ‘কুলি নং 1’-এর রিমেকের মাধ্যমে বলিউডে কামব্যাক করেছেন কিংবদন্তি কমেডিয়ান অভিনেতা জনি লিভার(johny liver)। দীর্ঘ অনুপস্থিতির পর জনি লিভার-এর অভিনয়ের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে এই ফিল্মের মাধ্যমে।