জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান COVID- 19 এর কবলে

করোনা খুব সন্তর্পণে তার পা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত বলিউড, টলিউড ও হলিউড মিলিয়ে অনেকেই করোনার কবলে পড়েছেন। এবারে নাম লেখালেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান।…

Avatar

করোনা খুব সন্তর্পণে তার পা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত বলিউড, টলিউড ও হলিউড মিলিয়ে অনেকেই করোনার কবলে পড়েছেন। এবারে নাম লেখালেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান। ২০০৭ এ তাঁর অভিষেক হয় Sapna Babul Ka… Bidaai ‘সাপনা বাবুল কা…. বিদাই’ দিয়ে। ২০১০ এর বিগবস ৪ Bigg Boss 4 এর প্রতিযোগী ছিলেন। এরপর ‘রাম মিলায়ে জোড়ি’, ‘জুনুন – এইসি নাফরাত তো ক্যায়সে ইশক’ এর মত বহু হিট হিট ধারাবাহিকে অভিনয় করেছেন।

এছারাও, ২০০৯ সালের আগস্টে সালমান খান কর্তৃক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান “১০ কা দাম’ ও একটি নাচের রিয়েলিটি শো “ড্যান্স প্রিমিয়ার লীগ” এ অংশগ্রহণ করেন। সারা খান হিন্দি টেলি সিরিয়ালে বেশ পরিচিত মুখ। COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানিয়েছেন সারা।

 

View this post on Instagram

 

???

A post shared by sara Khan (@ssarakhan) on

সোশ্যাল মিডিয়ায় টেলি অভিনেত্রী সারা খান লেখেন, ” দুর্ভাগ্যজনক, আমার আজ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসক ও কর্তৃপক্ষ আমায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আমি ঠিক আছি। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো”।

জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান COVID- 19 এর কবলে

সারা আরও লেখেন “এই দিনগুলিতে আমি বাড়িতেই থাকবো এবং বাড়িতে ঘরোয়া প্রতিকারগুলি অনুসরণ করবো। নিয়মিত গর বাস্প নেবো। সুস্থ থাকতে আর এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে এগুলি খুবই প্রয়োজনীয়।”

জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান COVID- 19 এর কবলে