অরূপ মাহাত: মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে তুলতে বিজেপি বিরোধী তিন শক্তিধর দল বৈঠকে বসেছিল। ঠিক ছিল শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট করে সরকার গঠনের দাবী জানাবে রাজ্যপালের কাছে। কিন্তু তারপরই শরদ পাওয়ারের পদক্ষেপ জোট নিয়ে প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দেয়।
কয়েকদিন আগেই জোটের কথা অস্বীকার করে বিবৃতি দেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এনসিপি সুপ্রিমোর বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে বাণিজ্য নগরীতে। আজ দুপুর ১২ টা নাগাদ মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি ও কৃষকদের সাহায্যের বিষয়ে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন শরদ পাওয়ার। এনসিপি মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, ‘মহারাষ্ট্রের কৃষকদের সমস্যা নিয়ে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে এনসিপি প্রধান শরদ পাওয়ার।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাতে ত্রাণ পাওয়া যায় তার আবেদন জানাবো আমরা।’ তবে যতই এই বৈঠককে কৃষকদের সমস্যা নিয়ে ব্যাখ্যা করা হোক না কেন, এর পেছনে যে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি সে বিষয়টি বুঝতে বাকী নেই অভিজ্ঞ মহলের। অন্যদিকে মেপে চলছেন শিবসেনা নেতৃত্বও।
শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে কেউ দেখা করলে এত প্রশ্ন ওঠার কি আছে। মনে রাখতে হবে উনি সারা দেশের প্রধানমন্ত্রী। তাই সবার ওনার সাথে দেখা করার অধিকার রয়েছে।’