কলকাতা: প্রয়াত সারদা মঠের সন্ন্যাসিনী প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ছিলেন দক্ষিণেশ্বরের সারদা মঠের সবচেয়ে প্রবীণ সন্ন্যাসিনী। আজ, শুক্রবার সকাল ১০.২০ মিনিটে রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানে তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে।
মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে যে, বার্ধক্যজনিত রোগ এবং দীর্ঘদিন ধরে যকৃতের রোগে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল এই প্রবীণ সন্ন্যাসিনীকে।
প্রব্রাজিকা বেদান্তপ্রাণা ১৯৬৬ সালে সারদা মাঠে যোগদান করেন। তিনি ছিলেন স্বামী বিশুদ্ধানন্দের মন্ত্রশিষ্যা। তারপর ১৯৭১ সালে তিনি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন এবং ১৯৭৮ সালে তিনি সন্ন্যাসব্রতে দীক্ষিত হন। বিভিন্ন সময়ে তাঁর কর্মজীবন কেটেছে নিবেদিতা স্কুল, বিবেকানন্দ ভবনে এবং দিল্লির রামকৃষ্ণ সারদা মিশনে। সব মিলিয়ে সারদা মঠের এই প্রবীণ সন্ন্যাসিনী ছিলেন এক মহীয়সী নারী। যার প্রয়াণে শোকোস্তব্ধ সারদা মঠ।