৯,০০০ টাকার শাড়ি পরে জনপ্রিয় গানে নাচ অভিনেত্রী ইশার, মানুষজন বললেন – ‘২০০ টাকার শাড়ি’

সোশ্যাল মিডিয়াতে আজকাল নতুন নতুন ভাইরাল ভিডিওর ছড়াছড়ি। আজকালকার দিনে যেকোনো ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভালো জনপ্রিয়তা অর্জন করে থাকে। ভাইরাল হওয়া আজকালকার দিনে খুব সহজ এবং বিভিন্ন ধরনের প্লাটফর্মের দৌলতে এখন প্রতিদিন বহু তারকার জন্ম হয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিতে। সম্প্রতি ইনস্টাগ্রামে দর্শকদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছেন অভিনেত্রী ইশা মালবিয়া। তিনি কিছুদিন আগেই instagram এ নিজের একাউন্ট খুলেছেন এবং এর মধ্যেই তার বেশ ভালো ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তিনি মাঝেমধ্যেই নাচের রিল ভিডিও পোস্ট করে থাকেন।

ভাইরাল হল এই নতুন নাচের ভিডিও

সম্প্রতি অভিনেত্রী ইশাকে দেখা গিয়েছে একটি নতুন জনপ্রিয় গান আসা কুড়াতে নাচ করে ভিডিও তৈরি করতে। এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই ভিডিও। এই বিশেষ ভিডিওতে অভিনেত্রীর নাচ সবাই বেশি উপভোগ করেছেন। তবে এই ভিডিওর মূল আকর্ষণ ছিল অভিনেত্রীর শাড়ি। সবুজ শাড়ি এবং সবুজ ব্লাউজের অভিনেত্রীর দুর্দান্ত লুক দেখে লোকের যেন চক্ষু চড়ক গাছ। ইতিমধ্যেই এই ভিডিওটি মিলিয়নস এর ওপর ভিউ পেয়ে গিয়েছে ইনস্টাগ্রামে

কমেন্ট বক্সে রয়েছে মজার মজার কমেন্ট

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিওতে নানা রকমের কমেন্ট করেছেন দর্শকরা। ইশার ভক্তরা এই ভিডিওটিকে দারুন ভালোবাসা দিয়েছেন। সবুজ শাড়িতে ঝলমলে অভিনেত্রী কে দেখে সবার মনে একটাই শব্দ উচ্চারিত হয়েছে, “গরজিয়াস”। একটি জনপ্রিয় জামাকাপড়ের কোম্পানি থেকে এই শাড়িটি ক্রয় করেছেন অভিনেত্রী এবং এই শাড়িটির দাম প্রায় নয় হাজার টাকার কাছাকাছি। শাড়ির কোয়ালিটি দেখলেই বিষয়টা স্পষ্ট। তবে অনেকের কাছে এই দাম প্রকাশ করাটা খুব একটা ভালো মনে হয়নি। অনেকে আবার কটাক্ষ করে বলেছেন, এই শাড়ির দাম ৯ হাজার টাকা হতেই পারে না, এই ধরনের শাড়ি ২০০ – ৩০০ টাকাতে পাওয়া যায়। মজার মজার অনেক ধরনের কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স।