Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তাঁর স্বামী একা নন, স্টিভ স্মিথও হাই তোলেন, ছবি পোস্ট করে নেটিজেনদের কড়া জবাব সরফরাজ ঘরনীর

Updated :  Sunday, September 6, 2020 11:00 AM

লাহৌর: বাইশ গজে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে। কখনও দেশের হয়ে হতশ্রী পারফর্মেন্স তো, কখনও বা মাঠের মধ্যে খেলা চলাকালীন হাই তোলা, এসব কিছুর জন্যই নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে সরফরাজকে বহুবার। আর এবার সেসব কিছুর জবাব দিলেন সরফরাজ ঘরনী খুশভাকত সরফরাজ। তিনি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের হাই তোলার ছবি পোস্ট করে বলেছেন, তাঁর স্বামী একা নন, স্টিভ স্মিথও হাই তোলেন। এভাবেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন প্রাক্তন অধিনায়কের স্ত্রী।

২০১৯ বিশ্বকাপে দেশের হয়ে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছিলেন তৎকালীন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। শুধু তাই নয়, বিশ্বকাপের মাঠে বহুবার হাই তোলার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে তাঁর। ফলে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে বারবার। পরবর্তী সময়ে অধিনায়কের পদ হারানো এবং দল থেকে বাদ সবকিছু ঘটে তাঁর ক্রিকেটীয় জীবনে। প্রায় এক বছর পর দলে ফিরে ইংল্যান্ডে দেশের হয়ে খেলতে গিয়ে সেই একই ছবি ধরা পড়ল চিত্রগ্রাহকদের ক্যামেরায়। টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ফের মাঠের মধ্যে হাই তুলতে দেখা যায় সরফরাজকে। পুনরায় তাঁকে সমালোচকদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার আর চুপ না থেকে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। সরফরাজ টুইট করে লেখেন, ‘যতটা আমায় খারাপ মনে হয়, আমি ততটাও খারাপ নই।

শুধু তাই নয়, ঠিক তার পরেই সরফরাজের স্ত্রী স্টিভ স্মিথের হাই তোলার ছবি পোস্ট করে লেখেন, ‘লেজেন্ডাররা এমনই হন।’ ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন প্যাভিলিয়নে বসে হাই তুলতে দেখা যায় স্মিথকে। সেই ছবিকেই কাজে লাগিয়ে সরফরাজের স্ত্রী সমালোচকদের কড়া জবাব দেন। তবে থেমে থাকেননি নেটিজেনরাও স্টিভ স্মিথের সঙ্গে সরফরাজের কোনও তুলনাই হয় না, এমনটা বলে প্রাক্তন পাক অধিনায়কের স্ত্রীকে একহাত নেন সমালোচকরাও।