Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌরভের নতুন লুকে মুগ্ধ জুন আন্টি

Updated :  Friday, June 25, 2021 8:00 PM

জুন মাস হচ্ছে সারা পৃথিবীর কিছু মানুষের কাছে এক বিশেষ মাস। এটি প্রাইড মাস। আর এই প্রাইড মাস উপলক্ষে কিছু দিন আগেই ছবি দিয়েছিলেন লং স্কার্টে সেজে তাক লাগিয়েছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। তাঁর এই ছবি দেখে নেটিজেনদের মনে হতেই পারে কাঁচাপাকা বা সল্ট অ্যান্ড পেপার লুক ৷ আবার অনেকে গরীবের রণবীর সিং বলে কটাক্ষ করেছে। তবে অভিনেতা সৌরভ দাসের এই কথা দেখে মনে হচ্ছে য়িন ও ইয়াঙের কথা৷

প্রাচীন চিনা বিশ্বাস ও সংস্কৃতিতে য়িন ও ইয়াঙ হল শুভ অশভর এক প্রতীক ৷ চিনা মানুষের বিশ্বাস হল তাঁদের জীবনে চলার পথে হাত ধরাধরি করে চলে জীবনের ভালমন্দ বা শুভ অশুভ৷ এই ছবিতে দেখা যাচ্ছে ছবিতে সৌরভ সেজেছেন কালো পোশাক আর সাদা লং স্কার্টে৷ চুল আর দাঁড়িতে উঁকি দিচ্ছে রুপোলি রেখা৷ এ সাদাকালো রূপে অনেকে কটাক্ষ করলেও মুগ্ধ বহু নেটিজেনরা। তবে সাধারণ মানুষের পাশে আরো একজন ফিদা। ইনি আর কেউ না হলেন জুন আন্টি৷ সৌরভের ছবির নীচে ঊষসী লিখেছেন, ‘ওয়াও’! জুন আন্টি যেখানে পা রাখেন সেখানে সকলের নজর কেড়ে নেন৷ এখানেও সেটাই হয়েছে৷

তিনি মন্তব্য করা মাত্র নেটিজেনরা রীতিমতো তাঁর সঙ্গে আড্ডা জুড়ে দিয়েছেন৷ জুনের তরফে কোনও উত্তর না এলেও তাঁরা নিজেরাই নিজেদের মতো করে গল্প করেছেন৷ লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভাঙতে চাওয়া অভিনেতার প্রশংসায় বহু নেটিজেন। সৌরভ বরাবর ছক ভাঙতে ভালোবাসেন। তবে বরাবর অভিনেতার সাহসিকতাকে নেটিজেনরা ভাল চোখে নেন নি৷ অনেকেই ইয়ার্কি মজা করেন। নেটমাধ্যম অভিনেতাকে নিয়ে একাধিক মিমও বানানো হয়েছে৷ সৌরভ অবশ্য ভেঙে পড়েননি শত ট্রোলিংয়। উঠে দাঁড়িয়ে নিজের কাজে মন দিয়েছেন অভিনেতা।

গত কয়েক মাস আগে বহু মানুষের তিক্ততা আর বিদ্রুপ সহ্য করতে হয়েছিল। সম্প্রতি ২০২১ বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল যোগদানের পর পর নেটমাধ্যম ছেয়ে যায় একটি ভিডিয়োয়৷ সেখানে দেখা যায় নিজের বাবা, বোন ও কিছু শুভাকাঙ্খীর সঙ্গে জন্মদিন পালন করছিলেন সৌরভ৷ ভিডিও দেখে অনেকে মন্তব্য করে মনে করেন,সৌরভ তাঁর বোনকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন। নিজের বোনকেই সম্মান করতে জানেনা অভিনেতা। একের পর এক নেট ইউজার থেকে বিরোধী দল কদর্য ভাষায় অপমান করেন। এমনকি অভিনেতার মাকেও নানান অপমান করা হয়। এখন এসব ভুলে নিজের কাজে মন দিয়েছেন অভিনেতা।