গত বছরের গোড়ার দিকে সব টেলিকম অপারেটর সংস্থা তাদের দাম বাড়িয়েছিল। যা সেইসমস্ত সিম ব্যবহারকারী গ্রাহকদের কাছে মোটেই সুখবর ছিল না। প্রথমে জিও, তারপর আস্তে আস্তে এয়ারটেল ও ভোডাফোন তিন সংস্থাই তাদের দাম ৪০-৪২% বাড়ায়।
যারফলে গ্রাহকদের কপালে চিন্তার ভাজ পড়ে। কিন্তু একটু হিসেব করলেই অনেক টাকা বাঁচানো যেতে পারে। যদিও বিষয়টি পুরোপুরি গ্রাহকদের উপরই নির্ভর করে। জিও ব্যবহারকারী গ্রাহকেরা যদি প্রতি মাসে ১৯৯ টাকা রিচার্জ না করে এক বছরের জন্য যদি তিনি রিচার্জ করেন তাহলে তাহলে গ্রাহকেরা ৪০০-৫০০ টাকা বাঁচাতে পারবেন।
আরও পড়ুন : চাপের মুখে গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান আনল Vodafone
জিওতে একবছরের প্ল্যান রয়েছে ২০২০ টাকায়। এই প্ল্যানে গ্রাহকেরা ৩৬৮ টাকার কাছাকাছি বাঁচাতে পারবেন। এতে প্রতিদিন দেড় জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এছাড়া ভোডাফোনের গ্রাহকেরা ২৩৯৯ টাকা ও আইডিয়ায় ২৩৯৮ টাকার রিচার্জ করলে সেইসমস্ত গ্রাহকেরা অনেক টাকা বাঁচাতে পারবেন। এয়ারটেলের গ্রাহকরা যদি মাসিক ২৪৯ টাকা খরচ করেন সে ক্ষেত্রেও তাদের ২৯৮৮ টাকা বছরে খরচ হবে।
Fans of FX’s English Teacher were left speechless this week after the network confirmed that…
Johnny Depp is opening up about one of the most personal boundaries he’s set as…
The Golden Bachelor Season 2 finale was nothing short of explosive. After eight emotional weeks,…
The Golden Bachelor Season 2 finale delivered one of the most emotional and jaw-dropping moments…
The British royal family continues to mourn Thomas Kingston, who died in February 2024 at…
The second season of Palm Royale officially premiered on Apple TV+ on November 12, marking…