ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই স্কীমে দিনে ১৫০ টাকা করে জমালে পাবেন ৫ কোটি ৭১ লক্ষ টাকা

Advertisement

কোটিপতি হতে সকলেই চায়। কিন্তু সকলের পক্ষে হওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি একটি নির্দিষ্ট পরিকল্পনায় টাকা জমাতে পারেন তাহলে অবসরের পর আপনি কোটি টাকার মালিক হতে পারেন। অল্প অল্প করে কোনো একটি মিউচুয়াল ফান্ডের SIP (Systematic Investment Plan) প্ল্যানে টাকা জমালে কিন্তু কোটিপতি হওয়া সম্ভব।

কিভাবে ইনভেস্ট করবেন দেখে নিন:

বিশেষজ্ঞরা বলছেন, মিউচুয়াল ফান্ডের SIP (Systematic Investment Plan) প্ল্যানে অল্প অল্প করে ইনভেস্ট করুন। বিশেষজ্ঞরা বলছেন যদি কোনো ইনভেস্টর ২৫ বছর বয়স থেকে ইনভেস্ট করতে শুরু করে তাহলে যখন ৫৫ বছর বয়স বা তারপর সে অবসর নেবে তখন কয়েক লক্ষ থেকে কোটি টাকার পাওয়ার সম্ভাবনা আছে। ফিন্যান্স বিশেষজ্ঞ কার্তিক জাভেরি বলছেন, যখন একজন ইনভেস্টর ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত SIP তে টাকা ইনভেস্ট করবে নির্দিষ্ট সময়ের পরে সে মত টাকার উপর কমপক্ষে ১৫-১৭% সুদ পাবেই। কার্তিক জাভেরি আরও বলছেন, একজন মাসে মাত্র ৫০০ টাকা দিয়েই শুরু করতে পারেন SIP.

আরও পড়ুন : মাত্র ১০ টাকা বিনিয়োগ করুন, পেয়ে যান ১ কোটি টাকা

ভারতের তরুণ প্রজন্মকে কার্তিক জাভেরি মাসে ৩০০০-৪৫০০ পর্যন্ত কোনো একটি SIP তে জমানোর, এবং যতদিন সম্ভব এই জমানোটা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কেউ যদি মাসে ৪,৫০০ করে কোনো একটি SIP তে ৩০ বছর ধরে টাকা জমান তাহলে তার মোট ইনভেস্ট হবে ১৬,২০,০০০ টাকা। এবার ১৫% সুদে রিটার্নে তিনি পাবেন ২ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি। এরকম আরও একটি SIP তে মাসে ৪,৫০০ বা দিনে ১৫০ টাকা করে জমালেও ৩০ বছর শেষে ৫ কোটি ৭১ লক্ষ টাকা পাবেন।

Related Articles

Back to top button