ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Special plan: ৪৫ টাকা জমিয়ে ২৫ লক্ষ টাকা লাভ! এলআইসি-র এই পলিসিতে সেটা সম্ভব

Advertisement
Advertisement

ভারতে এমন অনেক মানুষ আছেন যাদের এলআইসি অর্থাৎ জীবন বিমা নিগমের উপর অনেক আস্থা। লোকেরা সুরক্ষার পাশাপাশি ভাল রিটার্নের জন্য এলআইসি বীমা বা পলিসিতে বিনিয়োগ করতে পছন্দ করে। এদিকে এলআইসির জীবন আনন্দ পলিসি বেশ খবরের শিরোনামে উঠে এসেছে। এতে একজন ব্যক্তি প্রতিদিন মাত্র ৪৫ টাকা সঞ্চয় করে ২৫ লক্ষ টাকা তহবিল উপার্জন করতে পারেন। এই নীতিটি খুব কম প্রিমিয়াম সহ উচ্চ রিটার্নের জন্য খুব ভাল বিকল্প।

Advertisement
Advertisement

পলিসিধারককে ম্যাচউরিটির সুবিধাও দেওয়া হয়। ন্যূনতম এক লক্ষ টাকার বীমা পরিমাণ রয়েছে এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। পলিসিধারী মারা গেলে নমিনি ১২৫ শতাংশ ডেথ বেনিফিটের সুবিধা পান।

Advertisement

এতে কর ছাড়ের কোনো সুবিধা নেই।

এই পলিসির মাধ্যমে ২৫ লাখ টাকাও জমানো যাবে। ব্যক্তিকে প্রতি মাসে ১৩৫৮ টাকা জমা দিতে হবে, এর পরে তিনি ২৫ লক্ষ টাকা পেতে পারেন। অর্থাৎ এই স্কিমে আপনাকে দৈনিক মাত্র ৪৫ টাকা জমা দিতে হবে। এটি এক ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা যাতে আপনাকে ১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে।

Advertisement
Advertisement

আপনি যদি ৩৫ বছরের জন্য এতে বিনিয়োগ করেন তবে মেয়াদপূর্তির পরে আপনাকে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। এই পলিসিতে, বার্ষিক ১৬, ৩০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে সক্ষম হবেন।

Related Articles

Back to top button