Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

FD Rate: গ্রাহকদের জন্য ডবল সুখবর, সমস্ত আমানতের উপরেই বেশি বেশি সুদ দিচ্ছে এই ব্যাংকটি

Updated :  Friday, January 20, 2023 11:27 AM

ভারতের অন্যতম বেসরকারি ক্ষেত্রের ব্যাংক ফেডারেল ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর। এবারে এই ব্যাংক তাদের আমানতের ওপরে সুদের পরিমাণ বাড়িয়েছে। ফেডারেল ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্ট এবং ২ কোটি টাকার কম পরিমাণের স্থায়ী আমানতের উপরে সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বর্ধিত সুদ ১৬ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

সুদের হার বৃদ্ধির পর ফেডারেল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার কম আমানতে ৩.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। একই সঙ্গে ব্যাঙ্কের তরফে ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার কম আমানতে ৩.১৫ শতাংশ এবং ৫০ লক্ষ থেকে ৫ কোটি টাকার কম আমানতের উপর ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্যদিকে, ব্যাঙ্ক ১ লক্ষ টাকার কম আমানতের উপরও ৩.২ শতাংশ হারে সুদ দিচ্ছে।

পাশাপাশি, ব্যাঙ্ক এফডি রেট বৃদ্ধির পর ৭ থেকে ২৯ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৩ শতাংশ, ৩০ দিন থেকে ৪৫ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৩.২৫ শতাংশ, ৪৫ দিন থেকে ৬০ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৪ শতাংশ, ৬১ থেকে ৯০ দিনের এফডিতে পাওয়া যাচ্ছে ৪.২৫ শতাংশ, ৯১ দিন থেকে ১২০ দিনের এফডি-তে পাওয়া যাচ্ছে ৪.৫ শতাংশ, ১২০ দিন থেকে ১৮০ দিনের এফডি-তে পাওয়া যাচ্ছে ৪.৭৫ শতাংশ, ১৮১ দিন থেকে ২৭০ দিনের এফডি-তে পাওয়া যাচ্ছে ৫.৭৫% এবং ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে পাওয়া যাচ্ছে ৬ শতাংশ সুদ।

অন্যদিকে, ১ বছরের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ, ১ বছরের বেশি এবং ১৮ মাসের কম এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৬ শতাংশ, ১৮ মাস থেকে ২ বছরের এফডি-তে দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ, ২ বছরের বেশি এবং ৩ বছরের কম এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ, ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম সময়ের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ, ৫ বছর থেকে ২২২১ দিনের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৩ শতাংশ, ২২২২ দিনের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৪ শতাংশ এবং ২২২৩ দিন বা তার বেশি সময়ের এফডি-তে দেওয়া হচ্ছে ৬.৩ শতাংশ সুদ।