ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গ্রাহকদের মনে আলোড়ন সৃষ্টি করেছে SBI এর এই দারুন ফিক্সড ডিপোজিট, অবসরের পরেও মাসে মাসে করুন আয় – SBI FIXED DEPOSIT

এই একাউন্ট আপনি যেকোনো SBI ব্রাঞ্চে খুলতে পারেন

Advertisement

আজকাল অনেকেই এমন আছেন যারা চাকরির পরবর্তী জীবনটা নিয়ে বেশ চিন্তিত। এর সেটা হওয়াটাও খুবই স্বাভাবিক। আপনি যদি চাকরি করেন তাহলে অবসর গ্রহণের পর আপনি একটা মোটা টাকা পাবেন। কিন্তু সমস্যা দেখা দেয় যখন আপনার নিয়মিত আয়টা বন্ধ হয়ে যায়। তখন আপনাকে খুঁজতে হয় এমন একটা বিনিয়গের জায়গা যেখানে আপনি একটা রেগুলার ইনকাম করতে পারবেন। এমন পরিস্থিতিতে এসবিআই অ্যানুইটি এফডি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। এই স্কিমে আপনাকে একসাথে অনেকটা টাকা জমা দিতে হবে। বিনিময়ে সুদ আকারে আপনার আয়ের ব্যবস্থাও করে দেবে এই একাউন্ট। আসুন এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এসবিআই ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, যে কোনও ব্যক্তি FD-এর মাধ্যমে ৩ বছর থেকে ১০ বছরের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পারেন। SBI-এর এই স্কিমে ৩৬,৬০,৮৪ এবং ১২০ মাসের জন্য টাকা বিনিয়োগ করা যাবে। এসবিআই এফডি স্কিমে, আপনাকে কম করে হলেও ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে। তবে, সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। সেই বিনিয়োগের হিসাবেই আপনি সুদ পাবেন প্রতি মাসে।

SBI-এর FD স্কিমে কি সময়ের আগে প্রত্যাহারের নিয়ম আছে?

এই FD স্কিমে আপনি মেয়াদ পূর্তির আগেও সমর্পণ করে দিতে পারেন। জরুরী পরিস্থিতিতে, যেকোনো একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা তোলা যাবে। আর ১৫ লক্ষ টাকা জমা দেওয়ার পরে, মাসিক কিস্তি আকারে টাকা পাওয়া যাবে এই অ্যাকাউন্টে। তবে, সময়ের আগে টাকা তুলে নিলে বা একাউন্ট সমর্পণ করে দিলে আপনাকে জরিমানা করবে ব্যাংক। তবে, অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, নমিনি পুরো অর্থ উত্তোলন করতে পারেন। সেক্ষেত্রে কোনো টাকা কাটা যাবেন।

SBI স্কিমে ৭৫ শতাংশ ওভারড্রাফ্ট সুবিধা

এসবিআই-এর এই স্কিম প্রয়োজনের সময়ে খুবই কার্যকর। এতে ঋণ সুবিধাও পাওয়া যায়। প্রয়োজনে অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত তোলা যাবে ওভার ড্রাফট হিসাবে। লোন নেওয়ার পর তা লোন অ্যাকাউন্টেই জমা হবে। এই FD স্কিমে, গ্রাহকদের জন্য একটি পাসবুকও জারি করা হবে ব্যাংকের তরফে। SBI-এর সমস্ত শাখায় ব্যাঙ্কের এই সুবিধা পাওয়া যাবে।

Related Articles

Back to top button