SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য দারুন খবর, এই পরিষেবার সুবিধা পাবেন কোটি কোটি গ্রাহক
দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসছে SBI
আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। খুব সহজে আপনি আজকের দিনে ভারতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার টাকা থাকবে অনেকটা বেশি সুরক্ষিত। ব্যাঙ্কের মধ্যে ভারতে সবচেয়ে জনপ্রিয় হল বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI। এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য অনেক নতুন নতুন সুবিধা আনে। এবার SBI এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় সুবিধা আনলো ব্যাঙ্ক। এবার ব্যাঙ্ক পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।
SBI এবার তার গ্রাহকদের দোরগোড়ায় ব্যাঙ্কিং সুবিধা প্রদানের জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্র বা CSP এজেন্টদের জন্য একটি নতুন ‘মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস’ চালু করেছে। এই পরিষেবা চালু হলে অনেক ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ আপনার ঘরে বসেই হয়ে যাবে। SBI তাঁদের কোটি কোটি গ্রাহকদের কথা ভেবে এই নতুন পরিষেবা দেওয়া শুরু করেছে। এই দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা শুরু হলে ৫ টি কাজের জন্য আর আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না। সেগুলি হল টাকা জমা দেওয়া, টাকা তোলা, টাকা লেনদেন, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট চেক। CSP এজেন্টদের জন্য যেই নতুন ‘মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস’ চালু করা হয়েছে তা বেশ হালকা এবং সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে।
ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, যে কোনো রোগে ভুগছেন এমন গ্রাহকসহ সাধারণ গ্রাহকরা এই সেবা পাবেন। এর পাশাপাশি প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীরাও এই সেবার সুবিধা পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে এটি গ্রাহকদের তাদের দোরগোড়ায় ব্যাঙ্কিং সুবিধা প্রদানের জন্য পদক্ষেপ নিয়েছে।