দীর্ঘদিন ঘরে যারা ব্যাংকে চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বছর শেষে তাদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আজ্ঞে হ্যাঁ, বছরের শেষ লগ্নে এসে ভারতীয় স্টেট ব্যাংকের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। কিছুদিন আগে ২০২৪-২০২৫ বছরের জন্য ক্লার্ক পদের জন্য একাধিক শূন্যপদে বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা আপনাদের বলে রাখি, এই মুহূর্তে ভারতীয় স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) র ১৩ হাজার ৭৩৫টি পদ খালি রয়েছে। যা ২০২৪-২৫ সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদ ভর্তি করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৭ই ডিসেম্বর থেকে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ভারতীয় স্টেট ব্যাংকের নির্দিষ্ট এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে ভারতীয় স্টেট ব্যাংকের https://bank.sbi/web/careers/current%20openings লিংকে গিয়ে আবেদন করতে হবে আবেদনকারীকে।
এদিকে আবেদন প্রক্রিয়া ১লা জানুয়ারি পর্যন্ত চললেও ৭ই জানুয়ারি পর্যন্ত আবেদনকারীরা সময় পাবেন আবেদন ফি প্রদান করার জন্য। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ ফেব্রুয়ারিতে হবে এবং মেইনস পরীক্ষা মার্চ কিম্বা এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে। যারা এই পদের জন্য যোগ্য তাদের ১লা জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এছাড়া ৭ই জানুয়ারি পর্যন্ত ফর্ম সংশোধনের সময় পাবেন আবেদনকারীরা।














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”