ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI FD Rate: স্টেট ব্যাংকের দুর্দান্ত স্কিম, মোটা টাকা রিটার্ন পেতে বিনিয়োগ করতে হবে ৩১ মার্চের মধ্যে

স্টেট ব্যাংকের এই দারুন প্রকল্পটি আজকাল সকলের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে

Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই দুর্দান্ত ফিক্স ডিপোজিট প্রকল্প আজকাল ভারতের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এতে ৭ শতাংশের বেশি হারে সুদ দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করার পাশাপাশি এসবিআই নতুন রিটেল ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে সকলের জন্য। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এসবিআই অমৃত কলস ডিপোজিট স্কিম। ব্যাংক এই ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে বিনিয়োগকারীদের ৭.১০% করে সুদ দিয়ে থাকে। এছাড়াও, এর আওতায় ৭.৬০% করে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।

অমৃত কলস ডিপোজিট স্কিম ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বিনিয়োগকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই প্রকল্প বৈধ থাকবে। নতুন এই প্রকল্প ৪০০ দিনের মধ্যে ম্যাচিওর হবে এবং আপনাকে এই প্রকল্পের অধীনে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে। যদি সাধারণ বিনিয়োগকারীরা এই প্রকল্পের অধীনে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা সুদ হিসেবে বার্ষিক ৮,০১৭ টাকা পেয়ে যাবেন। পাশাপাশি প্রবীণ নাগরিকরা সুদ হিসেবে পেয়ে যাবেন ৮,৬০০ টাকা।

ফেব্রুয়ারিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কমের স্থায়ী আমানতের সুদের হার ৫ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে ২৫ বেসিস পয়েন্ট করে দিয়েছে। এই নতুন সুদের হার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হতে শুরু করেছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া ২৫ বেসিস পয়েন্টের একেবারে দ্বিগুণ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুই বছর থেকে তিন বছরের মধ্যে ফিক্সড ডিপোজিট এর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। এর ফলে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭%।

Related Articles

Back to top button