SBI এফডিতে বিনিয়োগ করলে দ্বিগুণ হবে টাকা, দূর হবে আর্থিক চিন্তা

আপনিও যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক স্কিমকে নিজের জন্য কাজে লাগাতে পারেন। এসবিআই থেকে ফিক্সড ডিপোজিটে লগ্নিকারীদের জন্য বড় খবর রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ…

Avatar

আপনিও যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক স্কিমকে নিজের জন্য কাজে লাগাতে পারেন। এসবিআই থেকে ফিক্সড ডিপোজিটে লগ্নিকারীদের জন্য বড় খবর রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনি ঝুঁকি না নিয়ে সংগৃহীত অর্থ দ্বিগুণ করতে পারেন। আসুন এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিশদে জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য একাধিক ভালো স্কিম পরিচালন করে থাকে। এই মুহুর্তে যারা স্থায়ী আমানতে বিনিয়োগ করছেন তাদের জন্য এটি সর্বোত্তম বিকল্প। আপনি কোনও ঝুঁকি না নিয়ে এসবিআইতে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। গ্রাহকরা এসবিআই থেকে বিভিন্ন সময়ের স্থায়ী আমানতের বিকল্প পাচ্ছেন। গ্রাহকরা ব্যাংক থেকে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি করার সুবিধা পাচ্ছেন।

এসবিআই ৩ শতাংশ থেকে ৬.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক থেকে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ সুদের সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। আপনি যদি ১০ বছর মেয়াদপূর্তির জন্য এসবিআইতে একবার ১ লক্ষ টাকা জমা দেন, তাহলে ১০ বছর পর আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। এসবিআই এফডি ক্যালকুলেটর অনুসারে, বিনিয়োগকারীরা ৬.৫% হারে সুদ হিসাবে ৯০,৫৫৫ টাকা পেতে পারেন।

SBI FD Calculator

এ ছাড়া ৭.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। কোনও প্রবীণ নাগরিক যদি ১০ বছর মেয়াদপূর্তির হিসেবে এফডি করেন, তাহলে তাঁর টাকা দ্বিগুণ হয়ে যাবে। যদি ১০ বছরে এসবিআই এফডিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ম্যাচিউরিটিতে ২ লক্ষ ১০ হাজার ২৩৪ টাকা পাবেন।