SBI FD Interest Rate: SBI-এ ১৮০ দিনের FD-তে ৩ লাখ টাকা জমা করলে কত রিটার্ন পাবেন? রইলো হিসাব
SBI তাঁদের গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের জন্য অনেকগুলি ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে
আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। খুব সহজে আপনি আজকের দিনে ভারতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার টাকা থাকবে অনেকটা বেশি সুরক্ষিত। পাশাপাশি, ভারতের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি অনেক বেশি সুদ পাবেন আপনার টাকার উপরে। ফলে, আপনার টাকা থেকেও আপনি আয় করতে পারবেন। তবে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
SBI ব্যাংকের FD রেট
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্কিম আনে, যা আপনার অনেক লাভ করতে পারে। এই ব্যাঙ্ক সাধারণ মানুষ ও বয়স্কদের জন্য বিশেষ স্কিম চালায় যা ব্যাপক লাভজনক। SBI তাঁদের গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের জন্য অনেকগুলি ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে যা ব্যাপক জনপ্রিয়। এই FD স্কিমে সাধারণ মানুষের থেকে বয়স্করা ১% বেশি সুদ পান। আপনাদের জানিয়ে রাখি, এসবিআই-তে ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে ৫.৫০ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছর মেয়াদে ৬.২৫ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.৮০ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৭৫ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
৩ মাসের জন্য ৩ লাখ বিনিয়োগে কত রিটার্ন পাবেন?
এবার প্রশ্ন কেউ যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ১৮০ দিনের জন্য ৩ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে কত টাকা রিটার্ন পাবেন? এসবিআই ফিক্সড ডিপোজিট রেট অনুযায়ী, ১৮০ দিন বা ৩ মাসের জন্য সাধারণ নাগরিকদের ৬.২৫% সুদ দেওয়া হচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের ৬.৭৫% সুদ দেওয়া হচ্ছে। সেইক্ষেত্রে ৩ লাখ টাকা জমা করলে সাধারণ নাগরিকরা ম্যাচিউরিটির সময়ে মোট ৩,০৯,৩১৭ টাকা পেতে পারেন। আর সিনিয়র সিটিজেনরা ম্যাচিউরিটির সময়ে মোট ৩,১০,০৬৮ টাকা পেতে পারেন।