প্রবীণ নাগরিকদের বিনিয়োগের সব থেকে ভালো জায়গা হল ফিক্সড ডিপোজিট। আর সেই ফিক্স ডিপোজিট যদি খোলা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তাহলে তো আর কোন কথাই নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহু বছর ধরে ভারতীয়দের সব থেকে বিশ্বাসযোগ্য ব্যাংক হয়ে থেকেছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI WECARE নামের একটি বিশেষ ফিক্স ডিপোজিট প্রকল্পের বিনিয়োগের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মূলত প্রবীণ নাগরিকদের জন্যই এই প্রকল্প নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এই প্রকল্পে বর্তমানে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। আমানতের পুনর্নবীকরণের জন্যও এই একই সুদের হার প্রযোজ্য হয়। এই প্রকল্পের অধীনে প্রবীর নাগরিকরা ৫ থেকে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের সুবিধা পেয়ে থাকেন যা এটিকে একটি চমৎকার বিনিয়োগের সুযোগ হিসেবে প্রতিষ্ঠিত করে।
শুধু এই প্রকল্প নয় এসবিআই তাদের গ্রাহকদের অতিরিক্ত বিনিয়োগের বিকল্প প্রদান করে অমৃত কলস ফিক্স ডিপোজিট স্কিমের শেষ তারিখ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন বিনিয়োগকারীরা ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত এই অমৃত কলস ফিক্স ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। ৪০০দিনের এই প্রকল্পে ৭.৬ শতাংশ সুদের সুবিধা পেতে পারেন প্রবীণ নাগরিকরা। অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭.১ শতাংশ।