এসবিআই দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা কিছু আলাদা নিয়মের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। অন্যসব ব্যাংকের সঙ্গে এর নিয়ম অনেকটাই আলাদা।
কিন্তু, এবার SBI নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দেশের বানিজ্যিক ব্যাংকগুলোর ঘাড়ে চেপেছে অনুৎপাদক সম্পদের বোঝা। রিজার্ভ ব্যাংক তথ্যের অধিকার আইনে ওঠা প্রশ্নের জবাবেই জানিয়েছে যে, শুধু স্টেট ব্যাংকই ২২০ জন ঋণ খেলাপির মোট ৭৬,০০০ কোটি টাকা অনাদায়ী ঋণ হিসেবে খাতা থেকে মুছে ফেলেছে, গত মার্চ মাসের হিসেব অনুযায়ী।
প্রত্যেক ঋণ খেলাপির ধার ছিল ১০০ কোটির বেশি। ধারের অঙ্ক ৫০০ কোটি বা তার বেশি, এমনক্ষেত্রে অনাদায়ী ঘোষণা করেছে ৩৩ জন খেলাপির ঋণ।