SBI-এই স্কিম রিটার্ন দেয় দ্বিগুণ হারে, আজই বিনিয়োগ করুন
ভারতীয় স্টেট ব্যাংকের সবচেয়ে লাভজনক স্কিম গুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে অমৃত কালাশ যোজনা।
অবসর জীবনের সুরক্ষার্থে আজকের দিনের বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের পরিকল্পনায় বিনিয়োগ করে থাকেন। মূলত বৃদ্ধ বয়সে বাড়ি বসে পেনশনের সুবিধা ভোগ করতে এই সমস্ত স্কিমে বিনিয়োগ করেন অনেকেই। ভারতীয় পোস্ট অফিস, বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং জীবন বীমা কর্পোরেশন সাধারণ মানুষদের এই সমস্ত পরিকল্পনা অফার করে থাকে। যেখানে নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করার পর বিনিয়োগকারী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন পেয়ে থাকেন। অর্থাৎ স্বল্প বিনিয়োগের প্রতি মাসে পেনশনের সুবিধা পেয়ে থাকেন একজন নিয়োগকারী।
তবে আজ আমরা ভারতীয় স্টেট ব্যাংকের এমন কয়েকটি লাভজনক স্কিম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে চলেছি, যেগুলি সম্পর্কে অবগত নন অনেকেই। ফলে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেও লাভের মুখ দেখতে পান না সাধারণ নাগরিকরা। আমরা আপনাদের বলি, ভারতীয় স্টেট ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য অমৃত কালাশ, এসবিআই ওয়েকেয়ার, এসবিআই গ্রিন ডিপোজিট, এসবিআই সর্বত্তম-এর মতো স্কিম অফার করে। তবে এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি লাভজন, সে সম্পর্কে পূর্ণ তথ্য জানেনা অনেকেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
১. SBI অমৃত কালাশ স্কিম: ভারতীয় স্টেট ব্যাংকের সবচেয়ে লাভজনক স্কিম গুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে অমৃত কালাশ যোজনা। বিশেষ এই ফিক্সড ডিপোজিটেডে মাত্র ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হয় বিনিয়োগকারীকে। যেখান থেকে ৭.১০ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন বিনিয়োগকারী।
২. SBI WeCare: এটি শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের জন্য অফার করে থাকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ৫ থেকে ১০ বছর মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারী। ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই ফিক্সড ডিপোজিটের জন্য ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৭.৫ শতাংশ পর্যন্ত শুধু অফার করে।