Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুর্দান্ত ঘোষণা! বিরাট সুযোগ সুবিধা দিচ্ছে SBI, তাড়াতাড়ি জেনে নিন!

Updated :  Saturday, September 21, 2019 10:34 AM

দেশের সমস্ত সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে বড় সরকারি ব্যাঙ্ক হল SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের সুবিধার জন্য সবসময় বিশেষ নজর দিয়ে থাকে SBI। এবারে SBI গ্রাহকদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এর সাথে যুক্ত হল একগুচ্ছ সুযোগ সুবিধা।

সম্প্রতি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কে বিএসবিডি অ্যাকাউন্ট বলা হয়। এবার থেকে এই অ্যাকাউন্টেও অন্য অ্যাকাউন্টের মত KYC (know your customer) এর পুরো শর্ত মানতে হবে। এখন সিঙ্গেল বা জয়েন্টলি খোলা যাবে এই অ্যাকাউন্ট।

SBI এর এই অ্যাকাউন্টের বিশেষত্ব হল এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম ব্যালেন্স রাখার কোনও শর্ত নেই। এই অ্যাকাউন্টগুলি হল বেসিক সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, স্মল অ্যাকাউন্ট, পহেলা কদম, পহেলি অ্যাকাউন্ট, প্রাইমারী অ্যাকাউন্ট হোল্ডার, পেনশন অ্যাকাউন্ট ইত্যাদি।