Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI JOB ALERT: বাকি মাত্র ৫ দিন! SBI এর এই চাকরির বেতন ২০ লাখ টাকা, জানুন কি করে করবেন আবেদন

সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চুক্তির ভিত্তিতে বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের জন্য আবেদন চাইছে। আগ্রহী প্রার্থীরা sbi.co.in/careers…

Avatar

সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চুক্তির ভিত্তিতে বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদের জন্য আবেদন চাইছে। আগ্রহী প্রার্থীরা sbi.co.in/careers এবং sbi.co.in-এ আবেদন করতে পারেন। আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে বিন্দুমাত্র বিলম্ব না করে এখনই আবেদন করুন। কি করে আবেদন করবেন বা কারা আবেদন করতে পারবেন বা কি ধরনের চাকরি বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

যোগ্যতা:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এসবিআই এর এই চাকরি পেতে গেলে আপনাকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি যেকোনো বিষয়ে প্রথম ক্লাসসহ (৬০%) স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়া R&Python, সিক্যুয়েলে অভিজ্ঞতা থাকতে হবে। B.Tech (IT/CS), P.G দের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে ডিপ্লোমা বা পিজিডিসি এবং এমআইএস থাকতে হবে।

বয়সসীমা:

এসবিআই ব্যাংকের এই চাকরিতে আবেদন করতে প্রার্থীর সর্বনিম্ন বয়স অবশ্যই ২৫ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের SBI ওয়েবসাইট bank.sbi/careers বা sbi.co.in/careers-এ উপলব্ধ লিঙ্কের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে আবেদনের ফি প্রদান করতে হবে। জয়পুরে এই পোস্টে চাকরি পাওয়া যাবে। এই পোস্টটি সিনিয়র এক্সিকিউটিভ স্ট্যাটিস্টিকসের অন্তর্গত।

আবেদন প্রক্রিয়ার পর ইন্টারভিউ এর মাধ্যমে শর্ট লিস্টিং করা হবে। এই চাকরি পেলে আপনি বার্ষিক ১৫ থেকে ২০ লাখ টাকার প্যাকেজ পাবেন। এই চাকরির আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৩। আপনি যদি আগ্রহী হন, তাহলে দেরি না করে এক্ষুনি আবেদন করুন।

About Author