ইয়েস ব্যাংক : ৪৯ শতাংশ শেয়ার নেওয়ার ঈঙ্গিত SBI-এর
ইয়েস ব্যাংকের সঙ্কটের মোকাবিলায় এগিয়ে এল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে যে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) পুঁজিবিহীন ইয়েস ব্যাংকে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে একটি খসড়া প্রকাশ করেছেন এবং অন্যান্য প্রস্তাবনার বিবরণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে, ব্যাংকের আইনি পরামর্শদাতার একটি দল যথাসাধ্য চেষ্টা করে চলেছে বিষয়টিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার।
ভারতের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা আরবিআই শুক্রবার আর্থিক সংকটের মুখোমুখি হওয়া ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠনের জন্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আসে। ‘ইয়েস ব্যাংক লিমিটেড পুনর্গঠন প্রকল্প, ২০২০’ নামে এই খসড়ায় ব্যাংক হস্তান্তরের সমস্ত প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোন ব্যাংক যদি ইয়েস ব্যাংককে অধিগ্রহণ করতে চায়, তাহলে সেই ব্যাংককে খসড়ায় উল্লিখিত নিয়ম মেনে চলতে হবে।
আরও পড়ুন : ৫০০০ কোটি টাকা ঋণ মুকুব, ইয়েস ব্যাংক বাঁচাতে এগিয়ে এলো RBI
এই খসড়ায় আরবিআই জানিয়েছে যে, কৌশলগত বিনিয়োগকারী ব্যাংককে ইয়েস ব্যাংকের মোট মূলধনের ৪৯ শতাংশ শেয়ার নিতে হবে। একইসঙ্গে ইচ্ছে মতো সেই শেয়ার ছেড়ে দেওয়া যাবে না বলেও জানায় আরবিআই। এ বিষয়ে আরবিআই-এর স্পষ্ট নির্দেশ, মূলধন বিনিয়োগের তারিখ থেকে তিন বছর পর্যন্ত সেই শেয়ার কোন ভাবেই ২৬ শতাংশের নীচে নিয়ে আসতে পারবে না।