SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের অন্যতম বড় ব্যাঙ্কগুলির মধ্যে গণনা করা হয়। এই ব্যাঙ্ক আজকাল এমন স্কিম নিয়ে আসছে, যা মানুষের হৃদয় ও মনে রাজত্ব করছে। আপনার যদি কোনো কাজ না থাকে এবং এসবিআই-এর প্ল্যানে যোগ দিয়ে মোটা টাকা ইনকাম করতে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। এবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এনেছে ফেলোশিপ প্রোগ্রাম। এতে যোগদান করে খুব সহজেই মাসিক ১৭,০০০ টাকা উপার্জন করতে পারবেন আপনি। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে এসবিআই এর ১১তম ‘ইয়ুথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম’। এতে আবেদন করতে পারবেন ২১ বছর থেকে ৩২ বছর বয়সের সকলেই। এই ফেলোশিপ প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ৩১ মে। সুতরাং আপনি যদি মাসিক ১৭ হাজার টাকা উপার্জন করতে কিছুক্ষণ তাহলে খুব তাড়াতাড়ি এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করুন। জানিয়ে রাখি, ভারতীয় নাগরিক ছাড়াও নেপাল, ভুটান এবং অন্যান্য বিদেশী নাগরিকরা এই ১১ মাসের প্রোগ্রামে যুক্ত হতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএসবিআই এর এই উদ্যোগ একটি স্কলারশিপ প্রোগ্রাম যাতে গ্রামে গিয়ে সেখানে উন্নয়নের জন্য কাজ করতে হবে আবেদনকারীদের। আর গ্রাম উন্নয়নের বদলে মাসিক স্কলারশিপ পাবেন অংশগ্রহণকারীরা। এই স্কলারশিপ পেতে আবেদনকারীদের একটি ইন্টারভিউ দিতে হবে যাতে তাদের এই প্রোগ্রামে আসার কারণ এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। এর পাশাপাশি আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের এক্সপেরিয়েন্স যাচাই করে নেওয়া হবে।