ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI Scheme: মাত্র একবার টাকা জমা করুন, তারপর প্রতিমাসে ঘরে বসে অ্যাকাউন্টে টাকা আসবে আপনার

SBI এর এই স্কিম ৩ বছর থেকে ১০ বছরের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পারে

Advertisement

কর্মরত ব্যক্তিরা যখন অবসর গ্রহণ করেন, তখন তারা অবসর গ্রহণের সময় অনেকটা টাকা একসাথে পান। তবে নিয়মিত আয়ের অভাবে তাঁদের অন্য কোনো কাজের খোঁজ করতে হয়। এমন পরিস্থিতিতে সকলকে সাহায্য করতে এগিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI। এই ব্যাঙ্কের অ্যানুইটি ডিপোজিট স্কিম আপনার জন্য খুব সহায়ক হতে পারে। এই স্কিমে, আপনাকে প্রথমে অনেকটা টাকা জমা দিতে হবে। এর বিনিময়ে সুদের আকারে নিয়মিত আয়ের ব্যবস্থা করে দেবে SBI। এই স্কিম সম্বন্ধে বিস্তারিত জানতে আপনি sbi এর অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন বা এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

SBI এর এই অ্যানুইটি ডিপোজিট স্কিম অনুযায়ী যেকোনো ব্যক্তি বার্ষিক আমানত প্রকল্পের মাধ্যমে ৩ বছর থেকে ১০ বছরের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পারেন। এই স্কিমে ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য টাকা জমা করা যায়। এই স্কিমটিতে অন্তত এত টাকা জমা করা দরকার যে আপনার বেছে নেওয়া সময় পর্যন্ত আপনি প্রতি মাসে কমপক্ষে এক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। এই স্কিমে সর্বোচ্চ জমার কোনো সীমা নেই। এই স্কিমে সুদের হার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি। আমানতের উপর একই সুদ পাওয়া যায়, যা ব্যাঙ্কের মেয়াদী আমানত অর্থাৎ FD এর উপর পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার সময় সুদের হার যাই হোক না কেন, এটি স্কিমের গোটা সময়কালের জন্য আপনার কাছে উপলব্ধ থাকবে।

এছাড়া এই স্কিমের টাকা যদি আপনি হঠাৎ করে তুলতে চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ১৫ লক্ষ টাকা তোলা যাবে। যে পরিমাণ ১৫ লাখের বেশি, তা জমা থাকবে এবং এর বিনিময়ে, নির্ধারিত সময় পর্যন্ত মাসিক কিস্তি পাওয়া যাবে। জরিমানা সংক্রান্ত একই নিয়ম প্রযোজ্য, যা FD-এর ক্ষেত্রে প্রযোজ্য। তবে, অ্যাকাউন্টধারীর মৃত্যুর ক্ষেত্রে, নমিনি দ্বারা সম্পূর্ণ অর্থ তোলার ব্যবস্থা রয়েছে।

Related Articles

Back to top button