Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Job Vacancy: ইন্টারভিউয়ের মাধ্যমে SBI-তে হবে ব্যাপক নিয়োগ, পোস্টিং পাওয়া যাবে কলকাতায়

Updated :  Saturday, February 25, 2023 7:40 PM

বেশ কয়েকজন কর্মী নিয়োগ করা হবে ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। স্পেশালিস্ট অফিসার পদে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি এই ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের জন্য আপনাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কিত বিস্তারিত তথ্য।

আপনাদের জানিয়ে রাখি, ফ্যাকাল্টি (এক্সিকিউটিভ এডুকেশনের) পদে ২ জনকে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বার্ষিক ২৫ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলবে এই কাজের জন্য। যারা এই পদে নিযুক্ত হবেন, তাদের নিয়োগ হবে সরাসরি কলকাতায়। কলকাতার স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপে এই নিয়োগ হবে। এই পদে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে, কাজের ভিত্তিতে আরো ১ বছর বাড়ানো যেতে পারে সময়সীমা।

আবেদনের জন্য চাকরি প্রার্থীর অবশ্যই স্নাতকোত্তর পর্যায়ে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাদের MBA ডিগ্রির সঙ্গে এগজিকিউটিভ এডুকেশন নিয়ে পড়াশোনা করা আছে এবং এই বিষয়ে PhD রয়েছে, তাদেরকে এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এই ধরনের কোর্স নিয়ে ন্যূনতম ৩ বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকাটাও দরকার। অর্থাৎ এই পদের জন্য একজন অভিজ্ঞ শিক্ষক হতে হবে এবং তার সাথেই হতে হবে একজন দক্ষ শিক্ষক।

নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। প্রার্থীদের এসবিআই-এর ওয়েবসাইট https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers- লিঙ্কে গিয়ে এই পদে আবেদন জানাতে হবে। জেনারেল/ OBC অথবা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে বাকিদের আর আবেদন করার জন্য টাকা দিতে হবেনা। এই আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ