SBI-এর ফিক্সড ডিপোজিট স্কিমে আরও ভাল রিটার্ন পাওয়া যাচ্ছে, এতে উপকৃত হবেন গ্রাহকরা

আজকের দিনে ভারতে ফিক্স ডিপোজিট সবাই করতে চান। টাকা সঞ্চয়ের সবথেকে ভালো মাধ্যম এই মুহূর্তে ফিক্স ডিপোজিট অর্থাৎ এফডি। বিনিয়োগের এটি একটি জনপ্রিয় প্রকল্প এবং এখানে টাকা রাখলে আপনার টাকা…

Avatar

আজকের দিনে ভারতে ফিক্স ডিপোজিট সবাই করতে চান। টাকা সঞ্চয়ের সবথেকে ভালো মাধ্যম এই মুহূর্তে ফিক্স ডিপোজিট অর্থাৎ এফডি। বিনিয়োগের এটি একটি জনপ্রিয় প্রকল্প এবং এখানে টাকা রাখলে আপনার টাকা নিরাপদ থাকে। সাধারণত দেখা যায় বিশেষত প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করার সময় এরকম একটি বিকল্প বেছে নেন যেখানে ঝুঁকি নগণ্য। তাদের জন্যই এবারে এফডি প্রকল্পের মধ্যে যুক্ত হল আরও একটি নতুন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে এসবিআই উইকেয়ার প্রকল্প। কিন্তু এতে বিনিয়োগ করার জন্য আর মাত্র সাত দিন বাকি আছে কারণ খুব শীঘ্রই এটা বন্ধ হতে চলেছে।

আমরা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই উই কেয়ার স্কিম সম্পর্কে কথা বলি তাহলে বলতে হয়, এই প্রকল্পে বিনিয়োগের উপরে চমৎকার রিটার্ন রয়েছে। এসবিআই এর এই প্রকল্প সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় সিনিয়র সিটিজেনদের বেশি সুযোগ দেওয়া হয়। এই পরিস্থিতিতে আপনি যত তাড়াতাড়ি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করবেন ততই মঙ্গল। আমি ৫ থেকে ১০ বছরের মধ্যে ভালো রিটার্ন পেতে পারেন। করোনা ভাইরাসের সময় প্রবীণ নাগরিকদের অর্থ নিরাপদ রাখার জন্য এসবিআই এই নতুন প্রকল্প চালু করেছিল।

এমনিতে সাধারণত এফডি প্রকল্পে প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে ০.৫ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন। কিন্তু এসবিআই এর এই আকর্ষণীয় প্রকল্পে কিন্তু এক শতাংশ বেশি সুদ পাওয়া যাবে। অর্থাৎ এসবিআই WECARE প্রকল্পে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে। ৩০ জুন ২০২৩ পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল তবে পরবর্তীতে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

About Author