আইএসএলে প্রথম তিনটি ম্যাচ খেলে একটি ম্যাচে ও জয়ের মুখ দেখিনি এস সি ইস্টবেঙ্গল। প্রথমে কলকাতা ডার্বিতে হার দিয়ে অভিযান শুরু করা হয়েছিল। তারপর আরও দুটি ম্যাচে ব্যাক-টু-ব্যাক হারের ফলে দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকে। তবুও হারের হ্যাট্রিক করার পরেও গতকাল বৃহস্পতিবার জয় পেয়ে তিন পয়েন্টের খোঁজে জামশেদপুর এফসির বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু চতুর্থ ম্যাচেও জয়ের মুখ দেখা হয়নি। তবে জয় না পেলেও হারের জ্বালা বুকে নিয়ে মাঠ ছাড়তে হয়নি ফাউলারের ছেলেদের। ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল মশাল বাহিনীকে।
FULL-TIME | #SCEBJFC @sc_eastbengal hold firm to claim their first #HeroISL point!#LetsFootball pic.twitter.com/vbUuZl4YT4
— Indian Super League (@IndSuperLeague) December 10, 2020
যে জামশেদপুর এফসি টানা তিন ম্যাচ জেতা এটিকে-মোহনবাগানকে গত ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছিল, সেই জামশেদপুরকে হারানো বা আটকে দেওয়া খুব একটা সহজ কাজ ছিল না ইষ্টবেঙ্গলের কাছে। কিন্তু তাও একের পর এক আক্রমণ দিয়ে জয় না পেলেও ০-০ ম্যাচ ড্র হয। এদিনের ম্যাচে একাধিক পরিবর্তন আনেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তিনি প্রথম থেকেই আক্রমণে শুরু থেকে জেজেকে নামান। গোলে রাখা হয় শঙ্কর রায়কে। কিন্তু হঠাৎ ২৬ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ইউজেনসন লিংডোকে জোড়া হলুদ কার্ড দেখান রেফারি। ফলে ১১ জনের পরিবর্তে ১০ জনকে নিয়ে জামশেদপুরকে আটকায় ইস্টবেঙ্গল।ল
দ্বিতীয়ার্ধের শুরুতে জামশেদপুরের হয়েও জোড়া লাল কার্ড দেখেন লালডিনলিয়ানা রেলেথেলে। খেলার শেষ মুহূর্তে এসে দুই দলই ১০ জন খেলোয়াড় নিয়ে গোলের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষমেশ ম্যাচ গোলশূন্যই থেকে যায়। তাই ১ পয়েন্ট নিয়ে আইএসএলে খাতা খুলে সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside