Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস, আহত বেশ কয়েকজন পড়ুয়া

Updated :  Monday, November 11, 2019 12:21 PM

মালবিকা বিশ্বাস : চিৎপুর লোকগেটের কাছে দুর্ঘটনার কবলে পড়লো একটি স্কুলবাস। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান কারোরই আঘাত গুরুতর নয়।

একটি দ্রুতগতিতে আসা স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি লাইটপোস্টে ধাক্কা মারে আর তারপরই এই বিপত্তি। ওই বাসটিতে ছিল প্রায় ২৫ জন পড়ুয়া। তাদের মধ্যে জখম হয়েছে ১০-১২ জন। গুরুতর ভাবে জখম হন বাসচালক। তাদের সকলকেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লোকগেটের কাছে ওই ঘিঞ্জি এলাকায় রাস্তার একপাশে একটি লরি বালি বোঝাই করছিল।

আরও পড়ুন : ছাত্র বিক্ষোভে উত্তাল রাজধানীর রাজপথ

আর ঠিক সেইসময দুর্ঘটনাগ্রস্ত বাসটি লরিটি কে পাশ কাটিয়ে যেতে গিয়েই রাস্তায় পড়ে থাকা বালির উপর দিয়ে দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি লাইটপোস্টে। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি চিৎপুর থানার পুলিশ পৌঁছায় সেখানে। স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা পড়ুয়াদের নিরাপদে বের করে আনা হয় আর গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাস চালককে।

ঘটনার পর চিৎপুরের রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তা বোঝার চেষ্টা চলছে।