নয়ন ঘোষ : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া জেলাগুলির স্কুল-কলেজ বন্ধ থাকবে সোমবার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় শনিবার উপকূলবর্তী জেলাসহ রাজ্যের সাতটি জেলার স্কুল–কলেজ–অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল।
তারপর সোমবারও বুলবুলের হানায় ক্ষতিগ্রস্ত হওয়া ১০ টি জেলার স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের জন্য রাজ্য সরকারের তরফে খোলা কন্ট্রোল রুম রবি ও সোমবার খোলা থাকবে।
আরও পড়ুন : বুলবুলের জেরে বাতিল বেশকিছু লাইনের ট্রেন চলাচল
যদিও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবন এলাকায় আঘাত হানার পর বাংলাদেশের দিকে কিছুটা শক্তি ক্ষয় করে রওনা দিয়েছে। তবে তার ধ্বংস করার ক্ষমতা এখনও নির্মূল হয়নি। তাই ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ প্রশাসনও।