করোনার জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল। জানা গিয়েছিল, আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই কথা মতো অনুমান করা হয়েছিল তাহলে জুলাইতে স্কুল খুললে নিয়মবিধি কি হবে। কি স্বাস্থ্যবিধি মেনে চলবে স্কুলগুলি। এরপর পড়ুয়াদের অভিভাবকেরা চিন্তায় পড়ে যান। করোনা আবহের মধ্যে সন্তানদের স্কুলে পাঠাতে যথেষ্ট উদ্বেগে ছিলেন তাঁরা। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই মাসেও খুলবে না স্কুল, তবে নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই স্বস্তি ফিরেছে অভিভাবকদের। তবে কবে খুলবে স্কুল? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, “গত ১৬ই মার্চ থেকে করোনার জেরে বন্ধ রয়েছে স্কুল। আগামী আগস্ট মাসের পর পুনরায় খোলা হতে পারে স্কুল। সম্ভবত ১৫ই আগস্টের পর খুলতে পারে”। স্কুল খোলার অপেক্ষায় ৩৩ কোটি পড়ুয়া। তবে আগে জানান হয়েছিল, স্কুলগুলিতে ৩০ শতাংশ পড়ুয়া নিয়ে চলবে পঠনপাঠন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা নিজেদের বাড়িতেই থাকবে বলে জানান হয়েছিল। তবে সেই সম্ভাবনা নেই।
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলির প্রতি আবেদন জানিয়েছেন, এইসময় যেনো তাঁরা বিদ্যালয়ে ফি না বাড়ায়। কারন দীর্ঘ লক ডাউনের পরে সবাই অর্থকষ্টে ভুগছে। তাই এইসময় ফি না বাড়াতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, “৩০শে জুন পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা হলেও আগামী জুলাইতেও হয়তো খুলবে না। আগস্ট মাস চলে আসবে। তবে স্কুল না খুললেও পরীক্ষা হবে”। পোখরিয়াল জানিয়েছেন, “যেসব পরীক্ষা হয়ে গিয়েছে তার ফলাফল ঘোষণা করে দেওয়া হবে”। CBSC বোর্ডের পরীক্ষা নেওয়া হবে আগামী ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে। ISC পরীক্ষা নেওয়া হবে ১লা জুলাই থেকে ১২ই জুলাই পর্যন্ত।