রাজ্যToday Trending Newsনিউজ

Sealdah Local Train Update: শিয়ালদা শাখার যাত্রীদের বাড়ল অপেক্ষা, বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় রেলওয়ে

হাওড়া শাখায় ১০০% ট্রেন ১২ বগির হলেও শিয়ালদা শাখায় কিন্তু বিষয়টা এরকম নয়

Advertisement

কিছুদিন আগে ভারতীয় রেলের তরফ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল মে মাসের মধ্যেই এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণ এর কাজ শেষ করে শিয়ালদহের সমস্ত লোকাল ট্রেন ১২ বগির করে দেওয়া হবে। তবে ভোট মরশুমে এই সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও পিছনে হটতে বাধ্য হল ভারতীয় রেলওয়ে। হাওড়া শাখায় যে সমস্ত লোকাল ট্রেন চলে, সেই সমস্ত ট্রেন ১২ বগির হলেও, শিয়ালদা শাখায় কিন্তু এমন অনেক ট্রেন আছে যেগুলো ৯ বগি। এমনকি, বনগাঁ শাখার মতো কিছু লাইনেও এই ধরনের ৯ বগি ট্রেন চালানো হয়ে থাকে। সেই কারণেই ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, শিয়ালদা শাখার প্রত্যেকটি ট্রেন ১২ বগির করা হবে। তবে ভোট চলাকালীন সময়ের মধ্যে এই কাজটা করা যায় না। সেই কারণেই, এবার শিয়ালদা শাখার প্রত্যেকটি ট্রেন ১২ বগির হতে আরো কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। জুন মাস থেকে শিয়ালদা শাখার প্রত্যেকটি ট্রেন ১২ বগির করার জন্য চেষ্টা করবে ভারতীয় রেলওয়ে।

মাসকয়েক আগে থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটিয়ে হলেও দ্রুত কাজ চালিয়ে যাচ্ছিল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপরে প্রি নন ইন্টারলকিং এর কাজ চালু হওয়ার কথা ছিল এই মাস থেকেই। তবে ভোটের কারণে এই ব্যাপারটা পুরোটাই পিছিয়ে গেল। কবে রেল আবার এই কাজে হাত দেবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত, শিয়ালদহ শাখার ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের সম্প্রসারণের যে কাজ চলছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। অন্যদিকে শুক্রবার রাত থেকে প্রি নন ইন্টারলকিং এর কাজ শুরু হওয়ার কথা ছিল। ভোটের কারণে এই কাজটা বন্ধ করা হয়েছে। এই ইন্টারলকিং এর কাজ করার জন্য একটা মেগা ব্লকের প্রস্তুতি নিয়েছিল রেল। তবে শেষ মুহূর্তে গিয়ে এটা কার্যকর হয়নি। শিয়ালদহ শাখার তরফ থেকে বলা হয়েছে, এখনই ইন্টারলকিং এর কাজ হবেনা। ফলে এখনো ভারতীয় রেলের শিয়ালদা শাখার যাত্রীদের কিছুটা অপেক্ষা করতে হবে।

৪৮ ঘণ্টার মেগা ব্লকের ফলে প্রচুর সংখ্যক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এবং ভোটের বিষয়টা চিন্তা করে, এই মুহূর্তে মেগা ব্লকের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেলের শিয়ালদা শাখার তরফে জানানো হয়েছে, ভোট আবহে এই কাজটা করা হচ্ছে না। ভোট কেটে গিয়ে তারপরই শান্তিতে কাজ করতে চায় ভারতীয় রেলওয়ে। অন্যদিকে দমদম স্টেশনে কাজের জন্য শিয়ালদা ডিভিশনে চক্র রেলের একাধিক ট্রেন বন্ধ ছিল প্রায় ২০ দিন পর্যন্ত। আবারও এই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। দমদম স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ট্র্যাক এর নিচে থাকা কংক্রিটের মেঝে দুর্বল হয়ে যাবার কারণে সেটা আবার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রেল। মূলত সেই কারণেই, চক্র রেল পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিল ভারতীয় রেলওয়ে।

Related Articles

Back to top button