Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী সোমবারই উদ্বোধন হতে পারে শিয়ালদহ মেট্রোর, উদ্বোধনের সম্ভাবনায় চলছে জোর প্রস্তুতি

Updated :  Saturday, July 9, 2022 12:23 PM

শিয়ালদহ মেট্রোর যাত্রা শুরু নিয়ে একের পর এক তারিখ সামনে আসছে। কবে শুরু হবে শিয়ালদহ মেট্রো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মেট্রো ভবনের অন্দরে। তবে সম্প্রতি জানা গিয়েছে যে শীর্ষস্তর থেকে মেট্রো চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। আর তাই আগামী সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু হবে শিয়ালদহ মেট্রো স্টেশনে। নবনির্মিত এই স্টেশনটিতে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির হাত ধরে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত বর্ধিত রুটে মেট্রো পরিষেবা চালু হবে।

জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো। তবে পর্যাপ্ত যাত্রীর অভাবে রুটটি ধুঁকছে। তবে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী বহুগুণ বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তাই রেলকর্তারা যাত্রী স্বার্থে এবং রেলের আয় বৃদ্ধিতে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন, “আমরা প্রতিনিয়ত রেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। অনুমতি মিললেই যাত্রী পরিষেবার শুরু হবে।”

আগামী সোমবার মেট্রো স্টেশন চালু করার জন্য চরম ব্যস্ততা মেট্রো ভবন এবং মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে। রেলমন্ত্রকের অনুমতি নিয়ে এই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের প্রস্তাব এসেছে। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত মন্ত্রীর চূড়ান্ত সফরসূচি এখনও নির্ধারিত হয়নি। মনে করা হচ্ছে আগামী সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হলে, মঙ্গলবার কিংবা বুধবার থেকে যাত্রীদের জন্য শিয়ালদহ মেট্রোর দরজা খুলে দেওয়া হবে।

তবে একটাই প্রশ্ন মেট্রো স্টেশন উদ্বোধনের জন্য এতবার তারিখ পরিবর্তন কেন হচ্ছে? আসলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে উদ্বোধন করানোর কথা ছিল। কিন্তু পিএমএর পক্ষে আসা সম্ভব হয়নি। তারপর গত জুন মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কলকাতা সফরে শিয়ালদহ মেট্রো উদ্বোধনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় কমিশন অফ রেলওয়ে সেফটি ছাড়পত্রের মেয়াদ হারায় শিয়ালদহ। এরপর সেই মেয়াদ বৃদ্ধির আবেদন জানায় মেট্রো। তাই চার মাস আগে স্টেশন তৈরি হয়ে গেল এখনো মেট্রো পরিষেবা চালু হয়নি। শেষ পর্যন্ত আগামী সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের লাইনে চাকা গড়ায় নাকি, সেটাই দেখার।