লকডাউনে জইশের তরফে বড়সড় হামলার ছক কাশ্মীরে, বাড়ানো হয়েছে নিরাপত্তা
স্টাফ রিপোর্টার: ফের পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ একাধিক আত্মঘাতী হামলার ছক কষছে কেন্দ্রশাসিত কাশ্মীরের বিভিন্ন জায়গায়। এই বিষয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছে গোয়েন্দারা। জানা গেছে, আগামী ১১ই মে এই হামলার পরিকল্পনা করেছিলো জইশ-ই-মহম্মদ। এই বিষয়ে শনিবার কাউন্টার-টেররের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “এই জঙ্গি সংগঠন, ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর ঘাঁটিগুলোকে নিশানা করে আত্মঘাতী হামলার ছক সাজিয়েছে। শুধুমাত্র এপ্রিলেই ২৮ জন জঙ্গিকে শেষ করেছে জম্মু-কাশ্মীরের এক কাউন্টার-টেরর টিম। এর ফলেই একাধিক আত্মঘাতী পরিকল্পনা করছে জইশ।”
তবে এই ব্যাপারে ইসলামাবাদ জানায় যে, ভারতীয় বাহিনীর গুলিতে ২৯ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও সামনে থেকে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছে পাকিস্তান তবে পেছন থেকে ঠিকই জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। এছাড়া জইশের এই চক্রান্তের পেছনে পাক গুপ্তচর আইএসআই ও রয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, ১১ তারিখের হামলা সফল করার জন্য ইতিমধ্যেই পাকিস্তান সেনার সাহায্য নিয়ে প্রায় ২৫-৩০ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে। শুধু তাই নয়, আরও জঙ্গি প্রবেশ করানোর ছক কষছে তারা। শনিবার সন্ধ্যায় হান্দওয়াড়ার একাধিক বাড়িতে বেশ বড়ো সংখ্যায় জঙ্গিদের সন্ধান পাওয়া গেছে। আপাতত নিরাপত্তা বাহিনীর নজরে থাকায় পালানোর সমস্ত পথ বন্ধ তাদের।