Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রাবন্তী থেকে পায়েল! দেখুন বিজেপির হয়ে কোন কোন তারকা প্রার্থী হবেন

Updated :  Thursday, March 4, 2021 3:23 PM

নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। সেই ভিত্তিতে নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করার জন্য রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল দফায় দফায় বৈঠক করছে। এরইমধ্যে আজ প্রার্থী তালিকা দিতে চলেছে গেরুয়া শিবির। একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরে যোগ দিয়েছে টলিউড তারকারা। বাংলার চেনামুখ তথা জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে পায়েল সরকার অব্দি সবাই বিজেপি প্রার্থীর তালিকায় রয়েছে। বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছে যে এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির তাদের বহিরাগত তকমা গোছাতে বাংলার চেনা মুখ টলিউড তারকাদের নির্বাচনী প্রার্থী হিসাবে বাংলার মানুষের সামনে উপস্থাপন করবেন।

বিশেষজ্ঞদের কথা মেনে নিয়ে এগোলে ধরে নেয়া যায় বেহালা পশ্চিমের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যদিকে সোনারপুর দক্ষিণে প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছে হিরণ চট্টোপাধ্যায়। এছাড়া টালিগঞ্জের নাম উঠে আসছে অঞ্জনা বসু এবং কসবায় রিমঝিম মিত্রর। তবে এখনো অব্দি বিজেপি নিজে থেকে কোনো প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেনি।

তবে নির্বাচন প্রাক্কালে গেরুয়া শিবিরে একের পর এক টলিউড তারকা ও অন্যদিকে তৃণমূল দলত্যাগীরা যোগদান করায় কিছু কিছু জায়গায় প্রার্থী তালিকা নিয়ে আদি নব্য দ্বন্দ্ব ধিকিধিকি করে জ্বলছে। হঠাৎ করে বিজেপিতে টলিউড তারকার যোগ দিয়ে প্রার্থী হওয়ার প্রসঙ্গে বিজেপির একাংশ সমালোচনা করে বলেছেন, “নিশ্চিত আসনগুলিতে তারকাদের দাঁড় করানো উচিত না। সেই জায়গায় প্রতিষ্ঠিত কোন রাজনীতিবিদকে তাড়ানো উচিত। যেসব আসনে লড়াই একটু কম আছে সেখানে তারকাদের গ্লামারকে একটু কাজে লাগানো হোক।”