পুজোতে মাত করতে বাজারে আসছে ‘রানু শাড়ি’ দেখুন একজনরে

সামনেই আসতে চলেছে পুজো। সকলেই চান পুজোতে নিজেকে নতুন রূপে পেতে।তাই অনেকেই পুজোর এক মাস আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। প্রতি বছর পুজোতে মহিলা-পুরুষ উভয়ের জন্য নতুন নতুন ধরণের…

Avatar

সামনেই আসতে চলেছে পুজো। সকলেই চান পুজোতে নিজেকে নতুন রূপে পেতে।তাই অনেকেই পুজোর এক মাস আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। প্রতি বছর পুজোতে মহিলা-পুরুষ উভয়ের জন্য নতুন নতুন ধরণের পোষাকের সম্ভার আসে। এবছেরও তার ব্যাতিক্রম হয়নি।

মহিলাদের জন্য বাজারে এর আগে সিরিয়াল এর বিভিন্ন চরিত্রের পরনের শাড়ি থেকে এসেছে বহু ধরণের শাড়ি। বিগত কয়েকবছর আগেই ‘বাহা’ও ‘ইমন’ শাড়ি পুজোর বাজারে অনেক জনপ্রিয় হয়েছিল। এবারের পুজোতে ও এসে গেল মহিলাদের শাড়ির নতুন ট্রেন্ড ‘রানু শাড়ি’।

ইন্টারনেটে গানের ভিডিও ভাইরাল হওয়ার পর গত কয়েকমাসে বেশ জনপ্রিয় হয়েছেন রানাঘাটের রানু মন্ডল। মুম্বইয়ে গানের রেকর্ডিং করতে যাওয়ার সময় রানু পড়েছিলেন তুষার সিল্ক নামে একধরণের শাড়ি। তার গলার গানের মত, রানু শাড়ি পুজোর বাজারে কেড়ে নিচ্ছে সবার নজর। তেহট্ট, রানাঘাট ও শান্তিপুরে দেদার বিকো‌চ্ছে রানু শাড়ি।