রাজ্যজুড়ে যখন NRC নিয়ে আতঙ্ক! তার আগে দেখে নিন NRC এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে! না হলে বিপদ
সম্প্রতি আসামে চালু হয়েছে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি। তাতে বাদ গেছে ১৯ লক্ষ মানুষের নাম। এমত অবস্থায় পশ্চিমবঙ্গেও চালু হতে পারে এনআরসি। সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস থাকলে আপনার নাম এনআরসির তালিকায় থাকবে সেটা জেনে রাখা খুবই জরুরি। তাই জেনে রাখুন কি কি ডকুমেন্টস লাগবে।
বার্থ সার্টিফিকেট। আপনার বার্থ সার্টিফিকেট থাকলে সেটা আপনি ইস্যু করাতে পারেন।
ল্যান্ড ডকুমেন্টস। আপনার কাছে জমির দলিল, পর্চা থাকলে সেগুলো আপনি দেখাতে পারেন। জমির দলিল টা অন্যতম স্ট্রং নথি হয়ে উঠতে পারে আপনার জন্য।
বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট। আপনার কোনো বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকলে সেটা আপনি ইস্যু করাতে পারেন।
পুরানো কোনো ব্যাঙ্কের বই বা পোস্ট অফিসের বই যদি থাকে সেগুলোও ইস্যু করাতে পারবেন। পুরানো বা নতুন LIC থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন।
সার্কেল অফিসার বা গ্রাম পঞ্চায়েতের সভাপতির কোনো সার্টিফিকেট থাকলে সেটাও আপনি ইস্যু করাতে পারবেন।
ভোটার কার্ড, রেশন কার্ড ইস্যু করাতে পারবেন। যে-কোন কোর্ট রেকর্ডও ইস্যু করাতে পারবেন। মনে রাখবেন আপনার ডকুমেন্টস যত পুরানো হবে ততই ভালো।