রানি চ্যাটার্জী যৌবন দেখে মেজাজ হারিয়ে ফেললেন সবাই, ভাইরাল ভিডিও

ভারতীয় সিনেমা জগতে এমন অনেক শিল্পী রয়েছেন যারা অভিনয়ের মাধ্যমে মানুষের মনের রাজত্ব করে থাকেন। বলিউড হোক বা হরিয়ানভি থেকে ভোজপুরি অভিনেতা অভিনেত্রীরা তাদের অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে কোন চেষ্টা শেষ রাখেননি কখনোই। হরিয়ানভি শিল্পে অনেক এমন ধরনের নাচ রয়েছে যা তরুণ থেকে বৃদ্ধ সকলেই বেশ পছন্দ করেন। ভোজপুরি জগতের অবস্থা মোটামুটি একই রকম এবং সেখানেও ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন বেশ কয়েকজন তারকা। আজকে আমরা ভোজপুরি দুনিয়ার এমন একজন অভিনেত্রীর ব্যাপারে আপনাকে জানাতে চলেছি যিনি বহু বছর ধরে ভোজপুরি দুনিয়ায় সবার মন জয় করে এসেছেন।

এই অভিনেত্রীর নাম হল রানী চ্যাটার্জী ওরফে সাবিহা শেখ। দীর্ঘ বহু বছর ধরে তিনি ভক্তদের হৃদয়ের রাজত্ব করছেন। শুধু তাই নয় তার ভক্তদের তালিকা ও কিন্তু একটা বিশাল বড়। দেশের আনাচে-কানাচে তার ভক্তের সংখ্যা রয়েছেন। বলতে গেলে এখন তার ভক্ত সংখ্যা হাজারে নয় বরং লাখে। রানী চাটার্জী তার অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। ছোট থেকে বড় সকলেই তার অভিনয় এবং তার সৌন্দর্যের জন্য পাগল। তারিখে নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে নিজের যার সময় অভিনয় দিয়ে সকলের মন জয় করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি তার একটি গানের ভিডিও তানি বরদাস কারা হো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে রানীকে দেখা যাচ্ছে তার সেক্সি স্টাইল এবং সৌন্দর্য দিয়ে সকলের মন জয় করতে। ভোজপুরি অভিনেতা নন্দ কিশোর মাহাতোর সঙ্গে তাকে রোমান্স করতে দেখা যাচ্ছে এই ভিডিওতে। এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এবং এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি চ্যানেলে এই গানটি আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত ১৫৬ হাজার ভিউ পেয়ে গিয়েছে এই গানটি। রানীকে সবুজ নীল এবং হলুদ রঙের লেহেঙ্গা চলিতে দুর্দান্ত লাগছে এই গানের ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি