Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরসি উপাধ্যায়কে নাচতে দেখে তোলপাড় শুরু দর্শকদের মধ্যে, মানুষ বলল – স্বপ্নাও ব্যর্থ (VIDEO)

Updated :  Friday, June 30, 2023 12:47 PM

আজকাল মানুষ প্রাপ্তবয়স্কদের নাচ,সিরিজ, সিনেমা দেখতে বেশি পছন্দ করে। করোনা পরবর্তী সময় থেকে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট তৈরি হচ্ছে মাত্রা ছাড়িয়ে, সেখানে হরিয়ানা, বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ এই সব জায়গায় স্টেজ শোয়ের পরিমাণও বাড়ছে। পাড়া হোক বা ক্লাব যেকোনো সামাজিক অনুষ্ঠানে ডাক আসছে মহিলা শিল্পীদের। এঁরা একাই একশো, গোটা স্টেজ জুড়ে এরা এমন পারফর্ম করেন যে উপস্থিত দর্শকরা করতালিতে ফেঁটে পড়ে, পাশাপাশি শুরু হয় ভরপুর উত্তেজনা। আজ কথা বলবো আরসি উপাধ্যায়কে (RC Upadhyay) নিয়ে।

এই মুহূর্তে আরসি উপাধ্যায় হলেন হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী। বিভিন্ন স্টেজে তাকে পারফর্ম করতে দেখা যায়। আরসি উপাধ্যায়ের নাচের ভিডিও দেখলে স্বপ্না চৌধুরীর স্টেজ নাচের কথা মনে পড়ে যাবে। স্বপ্না চৌধুরীর মতো আরসি উপাধ্যায়ের নাচের ভিডিওও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হচ্ছে।

সম্প্রতি আরসি উপাধ্যায়ের একটি ড্যান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি ধামাকাদার পারফরম্যান্স দিয়েছেন। তার নাচের চাল দেখে পাগল দর্শকরা। উপস্থিত দর্শকরা উত্তেজনায় ফেটে পড়ছে। আরসি যেই গানটির সঙ্গে ধামাকা করছেন সেই গানটির নাম ‘তেরে বাপ কা জামাই’। প্রসঙ্গত, হরিয়ানভি শিল্পীদের মধ্যে স্বপ্না চৌধুরী একটি জনপ্রিয় নাম। দর্শকমহলের অধিকাংশ মানুষ স্বপ্না চৌধুরীকে চেনেন, তার নাচ ও কাজের সঙ্গে অনেকেই পরিচিত। স্বপ্না যখন নাচতে ওঠেন স্টেজে কিংবা ক্যামেরার সামনে তখন তার শরীর বলে দেয় যে তিনি কতটা ফিট ও নাচে পারদর্শী। এই আরসি উপাধ্যায় নিজেও যথেষ্ট জনপ্রিয় এবং গুণী। তার স্টেজ পারফরম্যান্স এতটাই শক্তিশালী যে যখনই তার ডাক আসে দর্শকদের এমনিতেই ঘাম ঝড়তে শুরু করে। চলুন দেখে নেওয়া যাক আরসি ভাইরাল হয় পারফরম্যান্স (RC Upadhyay Stage Dance)।