Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুরনো বাইক বিক্রি করে কিনে নিন নতুন বাইক, দুর্দান্ত অফার নিয়ে হাজির হলো পিওর ইভি

Updated :  Friday, December 22, 2023 4:47 PM

ইলেকট্রিক বাইক এবং স্কুটার এখন ভারতের ভবিষ্যৎ হয়ে উঠেছে। এই মুহূর্তে ভারতের বাজারে ইলেকট্রিক বাইক এবং স্কুটার এর একটা ভালো ডিমান্ড রয়েছে। সাধারণ বাইক এবং স্কুটার এর থেকে দামে কিছুটা বেশি হলেও, ইলেকট্রিক বাইক বা স্কুটার কেনার আগ্রহ দিন দিন বাড়ছে। এর কারণ হলো তেলের দাম বৃদ্ধি, পরিবেশ দূষণ কমানো। এছাড়াও ইলেকট্রিক বাইক মেইনটেইন করতে আপনার খুব একটা বেশি টাকা খরচ হয় না, কারণ আপনাকে কিন্তু এই বাইকের জন্য নতুন করে তেল খরচ করতে হয় না। এই আগ্রহকে কাজে লাগিয়ে বিভিন্ন ইলেকট্রিক বাইক কোম্পানি নতুন নতুন অফার দিচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পুরনো বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক কেনার সুযোগ।

এই অফারটি দিয়েছে ইলেকট্রিক বাইক কোম্পানি পিওর ইভি। এই কোম্পানি পুরনো আইসিই বাইকের পাশাপাশি ইলেকট্রিক বাইকও এক্সচেঞ্জ করে নতুন বাইক বিক্রি করছে। এতে করে ক্রেতারা নিজেদের খরচ অনেকটা কমাতে পারছেন। পিওর ইভির এই অফারের সুবিধা নিতে হলে ক্রেতাদেরকে তাদের পুরনো বাইকটি সংস্থার এক্সচেঞ্জ ক্যাম্পে নিয়ে যেতে হবে। সেখানে বাইকের অবস্থা দেখে সংস্থা একটি এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করবে। সেই ভ্যালুর বিনিময়ে ক্রেতারা নতুন বাইক কিনতে পারবেন।

পিওর ইভির এই অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কোম্পানি জানিয়েছে বাইকের অবস্থা অনুযায়ী ৩৮ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিতে পারে এই কোম্পানিটি। যদি ভালো মডেলের এবং ভালো অবস্থার বাইক হয় তাহলে আপনি পুরো ৩৮ হাজার টাকা পেয়ে যাবেন। পরিবর্তে আপনাকে পিওর ইভি কোম্পানির কোন একটি ইলেকট্রিক বাইক অথবা স্কুটার কিনতে হবে। ইতিমধ্যেই ১০০০-এর বেশি ক্রেতা এই অফারের সুবিধা নিয়েছেন বলে কোম্পানি জানিয়েছে। এই অফারটি ইলেকট্রিক বাইকের বিক্রি বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, পুরনো বাইকগুলোকে পুনর্ব্যবহার করা সম্ভব হবে।