রেসের ঘোড়ার মত ছুটছে শেয়ার বাজার, ৫১ হাজারের গণ্ডি পেরোলো সেন্সেক্স
নয়াদিল্লি: গত সোমবার (Monday) কেন্দ্রীয় বাজেট (Budget) পেশের পরেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার (Share Market)। সোমবার নির্মলা সীতারামন Nirmala Sitharaman) বাজেট পেশ করতেই ঊর্ধ্বমুখী হয়েছিল শেয়ার বাজার। সেই ধারা বজায় ছিল গত তিনদিন। এদিনও তার অন্যথা হল না। শুক্রবার (Friday) বাজার খুলতেই রীতিমত ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স (Sensex)। প্রথমবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পেরল ৫১ হাজারের গণ্ডি। সেই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ১৫ হাজারের উপরে পৌঁছে গেল।
করোনাকালে প্রথম বাজেট। অনেকেই ভেবেছিলেন সংস্কারের পথ থেকে সরে হয়তো শুধুই জনদরদী নীতি নেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু নিজেদের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বছরেই ডিফেন্সিভ খেলার কোনও অভিপ্রায়ই ছিল না মোদী সরকারের। কেন্দ্রীয় বাজেটে সেভাবে বড় কোনও ঘোষণা ছিল না। ছিল না বড় কোনও বিনিয়োগের প্রস্তাবও। তবে অর্থমন্ত্রী দাবি করেছিলেন, পরিকাঠামো খাতে বিপুল অর্থ ব্যয় করতে চলেছেন তিনি। যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে অর্থনীতিতে। বাজেটে রয়েছে সংস্কারের প্রতিশ্রুতির বন্যাও। তার জেরেই শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখী দৌঁড় চলছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ৪১৭ পয়েন্ট বৃদ্ধি পায়। ইতিহাসে প্রথমবার তা পেরিয়ে যায় ৫১ হাজারের গণ্ডি। বাজার খোলার পর আধঘণ্টার মধ্যে সেনসেক্সের সূচক গিয়ে দাঁড়ায় ৫১ হাজার ৩১ পয়েন্টে। একইভাবে নিফটি সূচক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রথমবার পেরিয়ে যায় ১৫ হাজারের গণ্ডি। যা ইতিহাসে প্রথমবার ঘটল। পরে অবশ্য এই সূচকও সামান্য নেমেছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার ঊর্ধ্বমুখী শেয়ার সূচক। গতমাসের মাঝামাঝি প্রথমবার ৫০ হাজারের গণ্ডি পেরিয়েছিল সেনসেক্সের সূচক। যা হয়েছিল মূলত দেশে করোনার টিকাকরণ শুরু হওয়া পর। মার্কিন মুলুকে ক্ষমতা হস্তান্তরের জেরেও বেড়েছিল শেয়ার সূচক। বাজারে বৃদ্ধির সেই ধারা অব্যাহত রেয়েছে কেন্দ্রীয় বাজেট পেশের পরেও।
রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার মানিটারি পলিসি কমিটির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট অপরিবর্তিত অর্থাৎ ৪ শতাংশ রাখা হচ্ছে। পলিসি কমিটির এই বৈঠক শুরু হয়েছিল গত বুধবার থেকে।