Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সেপ্টেম্বর থেকে ব্যাংক, ATM, গ্যাস ও সোনায় আসছে বড় পরিবর্তন – September Update 2025

Updated :  Tuesday, September 2, 2025 12:54 PM
september update

সেপ্টেম্বর শুরু হতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ব্যাংকিং থেকে গয়না কেনা, রান্নার গ্যাস থেকে সরকারি দপ্তরের কাজ—প্রায় সব ক্ষেত্রেই আসছে পরিবর্তন। ফলে গ্রাহকদের আরও সচেতন হয়ে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে।

সোনা-রূপায় হোলমার্ক বাধ্যতামূলক

আগে শুধু সোনার গয়নায় হোলমার্ক বাধ্যতামূলক ছিল, এবার থেকে রূপার গয়নাতেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। সেপ্টেম্বর থেকে কোনও গয়না বা রূপার সামগ্রী হোলমার্ক ছাড়া বিক্রি করা যাবে না। এর ফলে ক্রেতারা আসল ধাতুর নিশ্চয়তা পাবেন এবং প্রতারণার সম্ভাবনা কমবে। যদিও ব্যবসায়ীদের জন্য বাড়তি খরচের চাপ তৈরি হবে, দীর্ঘমেয়াদে এটি গ্রাহকের আস্থা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

SBI ক্রেডিট কার্ডে নতুন শর্ত

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ড পরিষেবায় নতুন চার্জ চালু করছে। অটো-ডেবিট ব্যর্থ হলে বকেয়ার ওপর সর্বোচ্চ ২% জরিমানা ধার্য হবে। আন্তর্জাতিক লেনদেনে অতিরিক্ত ফি কাটা হবে এবং রিওয়ার্ড পয়েন্টের নিয়মেও বদল আসছে। তাই কার্ড ব্যবহারকারীদের আরও সতর্ক থাকতে হবে এবং সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে।

রান্নার গ্যাসের দাম পরিবর্তন

প্রতি মাসের মতো সেপ্টেম্বরে নতুন LPG সিলিন্ডারের দাম ঘোষণা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়বে সাধারণ পরিবারের বাজেটে। যেমন, মাত্র ৫০ টাকা বাড়লেও বছরে প্রায় ৬০০ টাকা বেশি খরচ হবে। ফলে এই পরিবর্তনের জন্য আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি।

ATM ব্যবহারের নতুন নিয়ম

বেশ কিছু ব্যাংক সেপ্টেম্বর থেকে ATM ব্যবহারে নতুন সীমা আনছে। মাসে ৩ থেকে ৫ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। এর বেশি হলে প্রতি লেনদেনে ১৫ থেকে ২০ টাকা চার্জ ধার্য হবে। একই ব্যাংকের ATM আর অন্য ব্যাংকের ATM ব্যবহারের ক্ষেত্রে আলাদা নিয়ম থাকবে। তাই গ্রাহকদের একবারে বেশি টাকা তোলা এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Fixed Deposit সুদের হারে পরিবর্তন

অনেকের কাছে FD সঞ্চয়ের অন্যতম নিরাপদ উপায়। বর্তমানে বিভিন্ন ব্যাংক ৬.৫% থেকে ৭.৫% সুদ দিচ্ছে। তবে সেপ্টেম্বর থেকে সুদের হার কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিজার্ভ ব্যাংকের নীতিমালা এবং বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তাই যারা বড় অঙ্কের টাকা FD-এ রাখার পরিকল্পনা করছেন, তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।

সরকারি দপ্তরে ডিজিটাল নিয়ম

সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে আরও জোরদার হচ্ছে ডিজিটাল প্রক্রিয়া। জমি রেকর্ড, পেনশন এবং শিক্ষা সম্পর্কিত নথি অনলাইনে জমা ও যাচাই করা বাধ্যতামূলক হবে। এতে সাধারণ মানুষের সময় বাঁচবে এবং স্বচ্ছতা বাড়বে।