Today Trending Newsদেশনিউজ

উত্তাল লোকসভা, ৭ কংগ্রেস সাংসদকে বরখাস্ত করলো স্পিকার

Advertisement

আবারো লোকসভা উত্তাল। গত মঙ্গলবার লোকসভাতে উত্তালের জেরে স্পিকার অধিবেশন স্তগিত করতে বাধ্য হয়েছিলেন। বৃহস্পতিবার লোকসভার পরিস্থিতি আরও চরম হয় যার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লোকসভা ছেড়ে বেরিয়ে যান। তার সাথে কংগ্রেসের ৭ জনকে বরখাস্ত ও করা হয়। এই চলতি অধিবেশনে তারা আর অংশ নিতে পারবেন না।

স্পিকার বলেছেন যে সাংসদদের এরকম আচরনে তিনি দুঃখিত হয়েছেন। দিল্লির হিংসার কোথা নিয়ে মঙ্গলবার সাংসদ উত্তাল হয়। বেশ কয়েকজন নেতা হাতে প্ল্যাকার্ড নিয়ে সাংসদের ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী ও করেন। স্পিকার সেখানে বলেন যে এখন এইসব নিয়ে আলোচনা করা যাবে না। হোলির পর ১১ ই মার্চ এই বিষয় নিয়ে সরকার আলোচনা করবে। কিন্তু তাও বিক্ষোভ থামেনি।

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : আগামী ২০ মার্চ ফাঁসি, চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি আদালতের

বৃহস্পতিবার ও সেই একই অবস্থা দেখা যায় লোকসভায়। স্পিকারের কথার কোন পাত্তা দেয় না সাংসদেরা। পরিস্থিতি সামাল দিতে স্পিকার নিজে বেরিয়ে যান এবং ৭ জন কংগ্রেস সাংসদকে বরখাস্ত করা হয়।

বি মহতাব জানিয়েছেন যে ২ তারিখ থেকেই সাংসদে এরকম আচরণ করা হয়। আর এই আচরণে খুব দুঃখিত হন স্পিকার ওম বিড়লা।বার বার এই ধরনের আচরণ স্পিকারকে ক্ষুব্দ করেছে বলে তিনি জানিয়েছেন.

Related Articles

Back to top button