নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর, রাজ্যে তৈরি হতে চলেছে ৭ টি মেডিক্যাল কলেজ

২০১১ সাথে একপ্রকার বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। আর মুখ্যমন্ত্রীর মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই তার একটি বিশেষ উদ্দেশ্য হল…

Avatar

২০১১ সাথে একপ্রকার বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। আর মুখ্যমন্ত্রীর মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই তার একটি বিশেষ উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গকে স্বাস্থ্যে অন্যরাজ্যের থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি তার লক্ষ্যপূরনে কতটা সফল তা স্বাস্থ্য বাজেট দেখলেই বোঝা যায়। তৃণমূল আসার পর বাংলায় স্বাস্থ্য বাজেট বেড়েছে ৩ গুণ।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যেগে রাজ্যে হতে চলেছে ৭ টি মেডিক্যাল কলেজ। বাড়তে চলেছে ৭০০ এমবিবিএস আসন এবং ৩৫০০ শয্যা। অর্থাৎ প্রতিটি মেডিক্যাল কলেজে থাকবে ৫০০ টি শয্যা এবং ১০০ টি করে এমবিবিএস আসন।

প্রতিটি কলেজের জন্য খরচ করা হবে কমপক্ষে ২৫০ কোটি টাকা অর্থাৎ মোট ৭ টি কলেজের পেছনে খরচ ১৭৫০ কোটি টাকা। উলুবেড়িয়া, বারাসত, আরামবাগ, তমলুক ও ঝাড়গ্রামে পাঁচটি মেডিক্যাল কলেজ হচ্ছে। আশা করা যাচ্ছে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এর কাজ সম্পূর্ণ হবে। আর ২০২১ সালের পর জলপাইগুড়ি ও পশ্চিম বর্ধমানে বাকি দুটি মেডিক্যাল কলেজ করা হবে।

About Author