‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগে লেখা হয়েছিল টুইটারে

সম্প্রতি এক পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়। করোনাভাইরাস যে আসতে চলেছে তা আগে থেকেই জানত একজন। কারন সে সাত বছর আগেই টুইট করেছিল করোনা আসছে। যে ওই টুইটটি করেছিলেন তার নাম মার্কো, ওই টুইটার ইউজার ২০১৩ সালের ৩ জুন একটি টুইট করে লেখেন “করোনা ভাইরাস…ইটস কামিং”।দ্রুত ছড়িয়ে পড়া ওই পোস্টটিতে লাইক ছুয়েছে প্রায় এক লাখ ১১ হাজার । রিটুইট হয়েছে প্রায় ৬১ হাজার বার।

হঠাৎ করে সাত বছর আগের সেই টুইট টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর, প্রচুর পরিমাণে শেয়ার হয়,হয় রিটুইট।রহস্যজনক এই পোস্টটিকে ঘিরে অনেকেই ভাবছেন তিনি কি এখনকার করোনাভাইরাসের কথাই লিখেছিলেন, নাকি অন্যকিছু সম্পর্কে বলেছিলেন। তিনি এত আগে করোনাভাইরাসের কথা জানলই বা কি করে,কেন এমন লিখেছিলেন। সাথে সাথে সেই টুইট ঘিরে উঠে আসে মানুষের নানারকম প্রশ্ন। কেউ জানতে চায় মানুষ কি আর বাঁচবে না, মানুষ কি মরতে চলেছে?

আরও পড়ুন : করোনা মোকাবিলায় সার্ক রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে কাজের আবেদন প্রধানমন্ত্রীর

আবার কারোর জিজ্ঞাস্য এমনটা কি টুইটার হ্যাক করে তারিখ পরিবর্তন করে করা হয়েছে? তবে মার্কোর নামে ওই ব্যাক্তির অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার হয় না। মার্কোর অ্যাকাউন্টে শেষ পোস্ট হয়েছিল ২০১৬ সালের ১১ ডিসেম্বর। তাই ওই অ্যাকাউন্টের মালিকের তরফে কোনো উত্তর পাওয়া যায় নি।