Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানুন আগামীকালের আবহাওয়া!

মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে (Weather Update)। বিশেষ করে দুপুরের তপ্ত রোদে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে। গরমের তীব্রতায় শ্বাস নিতে…

Avatar

মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে (Weather Update)। বিশেষ করে দুপুরের তপ্ত রোদে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে। গরমের তীব্রতায় শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। বসন্তের মাঝেও বাংলা উপভোগ করছে গ্রীষ্মের স্বাদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

তাপমাত্রার পরিবর্তন ও আবহাওয়ার পূর্বাভাস

গতকাল ইদের দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র গরম অনুভূত হয়েছিল। তবে আজ তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমাগত পারদ চড়ছিল। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, যা রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, অর্থাৎ বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি, উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গে এখনই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। সেখানকার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

About Author