দেশে লকডাউন জারি হওয়ার পর থেকে আজ প্রথম চালু হচ্ছে দেশের বিমান পরিষেবা। তবে প্রথম ধাক্কা খেল বিমান চলাচল। দিল্লি ও মুম্বাই বিমানবন্দরে বেশিরভাগ বিমান বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। উড়ান যে বাতিল হচ্ছে তা নোটিশ দিয়ে জানায়নি কর্তৃপক্ষ, অভিযোগ যাত্রীদের। ফলে উড়ান চালু হওয়ার অপেক্ষায় দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকার পর বাড়ি ফিরে যান যাত্রীরা।
সূত্রের খবর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ ৮২ টি বিমান বাতিল করা হয়েছে। যেখানে আজ সোমবার, ১২৫ টি বিমান ওঠার কথা ছিল। অন্যদিকে, নামার কথা ছিল ১১৮ টি বিমানের। বিপুল সংখ্যক উড়ান বাতিল হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। নোটিশ দিয়ে বিমান বাতিলের কথা না জানানোয় দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। জানা গেছে, আজ সকালে মাত্র ১ টি পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দিল্লি থেকে। অন্যদিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ছবিটাও ঠিক একই রকম। সেখান থেকেও আজ সকালে ১ টি মাত্র বিমান পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য সাফ জানিয়ে দিয়েছে যে, তাদের দাবি না মানলে বিমান চালাবে না তারা। তবে, বিমান বাতিলের কথা আগাম না জানানোয় ক্ষোভের মুখে পড়তে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। শুধু এই দুটি বিমানবন্দর নয়, চেন্নাই থেকেও একই পরিস্থিতির খবর পাওয়া গেছে।