শিয়ালদহ-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ করছে ভারতীয় রেলওয়ে। পাশাপাশি, রেল চলাচল মসৃণ করতে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করা হচ্ছে নৈহাটি এবং কল্যাণীর মধ্যে। এই কারণেই কল্যাণী এবং নৈহাটির মধ্যে নন ইন্টারলকিং এবং ইন্টারলকিং এর কাজ শুরু হয়েছে বুধবার। এই কাজ চলবে টানা শুক্রবার পর্যন্ত এবং এই কারণে গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় ওই শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ১৪ মার্চের মধ্যে মূল ইন্টারলকিং এর কাজ হবে এবং এই সময় দৈনিক ২১ জোড়া করে লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, জঙ্গিপুর রোড এবং রামপুরহাট মেমু ট্রেন বাতিল থাকবে এই সময়ে। এছাড়াও বালিয়া এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেস ঘুর পথে চালানো হবে। এছাড়াও শিয়ালদহ-গোড্ডা মেমু ডানকুনি দিয়ে ঘুরিয়ে চালানো হবে এই কয়েকদিন।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে লালগোলার পথে ট্রেন চলাচলের হার অত্যন্ত বেশি। এই কারণে এই শাখায় ভিড় কমানোর জন্য শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে তৃতীয় লাইন চালু করার কাজ শুরু করেছে ভারতীয় রেলওয়ে। এর আগে মাধ্যমিক পরীক্ষার জন্য একবার ওই কাজ পিছিয়ে দিতে হয়েছিল। কিন্তু এবার আর এই কাজ পিছাবে না ভারতীয় রেল। ফলে এই কয়েকদিন শিয়ালদহ-রানাঘাট লাইনের যাত্রীদের যে চরম সমস্যার মুখোমুখি হতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।