প্রীতম দাস : আবারো এক নতুন নজির গড়লো এস এফ আই। জে এন ইউ, পণ্ডিচেরি, হায়দ্রবাদের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর নির্বাচনে জয়লাভ করে জয়ের মুকুটে এক নতুন পালক যোগ করলো। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রকাশ করা হয়। ফল বেরোনোর পর দেখা যায় জি এস, এ জি এস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং জিসিআর সেক্রেটারি – পাঁচটি আসনেই এস এফ আই বিপুলভোটে জয়লাভ করছে।
প্রেসিডেন্সিতে শেষবার ২০১০ সালে ছাত্র সংসদ এর দায়িত্ব পেয়েছিলো এস এফ আই। এরপর থেকে স্বাধীন অরাজনৈতিক সংগঠন আই সি এর কাছে ক্রমাগত হার। গত নয় বছরের ধাক্কা সামলে এত বড় জয় তাদের কাছে নিঃসন্দেহে এক নজির কারণ, যে সময় সি পি এমের অবস্থা ক্রমশঃ ভেঙে পড়ছে। ঠিক সেই সময়ে সি পি এম এর ছাত্র সংসদের এত বড় জয় তাদের অক্সিজেন যোগানোর কাজ করবে।
জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এস এফ আই কর্মীরা। ক্যাম্পাসজুড়ে এখন শুধু লাল আবির, আকাশে বাতাসে লাল আবির উড়িয়ে তারা তাদের জয় উদযাপন করছে। উচ্ছসিত দলের নেতা সহ কর্মিবৃন্দগণ স্লোগানে, গানে ও কবিতায় উৎসবের মত আনন্দে মেতে উঠেছে।
তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি প্রেসিডেন্সিতে কোনো প্রার্থী দেইনি কিন্তু ফল প্রকাশের পর তৃণমূল ছাত্র সংগঠনের তরফে বলা হয়, আমরা পাঁচটি সি আর আসন জিতেছি। এছাড়া অন্যান্য বেশ কিছু নির্দল জয়ী প্রার্থী আমাদের সঙ্গে আছেন। তবে বিজয়ী প্রার্থীদের নাম জানাতে পারেনি টিএমসিপি। বলাবাহুল্য এবার নোটায় প্রচুর ভোট পড়েছে। এস এফ আই এর তরফ থেকে জয়ের বিবৃতি স্বরূপ বক্তব্য বলা হয় , আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে ছিলাম তার প্রমাণ এই জয়। এই জয় এসএফআই এর নতুন মাইলফলক বলাই যায় !