শাবানার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন ধর্মেন্দ্রর, ‘রোম্যান্সের কোন বয়স নেই’, জানালেন অভিনেতা

সিনেমা হলে মুক্তি পেয়ে গিয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী আলিয়া ভাটের রকি ঔর রানী কি প্রেম কাহানি। এই সিনেমায় রণবীর সিং এবং আলিয়া ভাট এর এই রোম্যান্স সবাই…

Avatar

সিনেমা হলে মুক্তি পেয়ে গিয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী আলিয়া ভাটের রকি ঔর রানী কি প্রেম কাহানি। এই সিনেমায় রণবীর সিং এবং আলিয়া ভাট এর এই রোম্যান্স সবাই বেশ পছন্দ করছেন। দর্শকরা এই ছবির বেশ প্রশংসা করছেন। সবাই এই ছবিটিকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং বলিউড দুনিয়ায় অন্যতম হিট ছবি হতে চলেছে এই নতুন রোমান্টিক ছবিটি। তবে এই ছবিতে অন্যতম বড় ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং অভিনেত্রী শাবানা আজমি। অনেকদিন পরে তাদের দুজনকে কোন একটি ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেল।

এই ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং ছাড়াও ধর্মেন্দ্র এবং শাবানা আজমির রোম্যান্স ছিল নজরকাড়া। ৮৬ বছর বয়সী ধর্মেন্দ্র এবং ৭২ বছর বয়সী শাবানা আজমির এই রোম্যান্স ছবিটিতে সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসলে এই ছবিতে দুজনের মধ্যে একটি চুম্বন দৃশ্য দেখানো হয়েছে যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই নিয়ে অভিনেতা ধর্মেন্দ্র নিজেও একটি টুইট করেছেন। জানতে চেয়েছেন দর্শকদের ছবিটা কেমন লেগেছে।

আসলে এই ছবির ভিতরে ধর্মেন্দ্র এবং শাবানা আজমির এই চুম্বন দৃশ্য কেউ আশা করেননি। মানুষের জন্য এটা ছিল একটা অত্যন্ত চমকপ্রদ বিষয় যা দেখে সবাই অবাক। এই জুটির অন্তরঙ্গ দৃশ্য ছবিটি মুক্তির পর থেকেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে, হ্যাঁ সবার এই দৃশ্য বিশেষ পছন্দ হয়নি।